ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে আঞ্চলিক ইজতেমা শুরু

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ জানুয়ারি ২০১৮

হাটহাজারীতে আঞ্চলিক ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয়বারের মতো চট্টগ্রামের হাটহাজারীতে তিনদিনব্যাপি জেলা আঞ্চলিক ইজতেমা আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক সংলগ্ন চারিয়া ইজতেমা মাঠে বৃহস্পতিবার সকাল থেকে দেশি-বিদেশি মুসল্লিদের আসা শুরু হয়েছে। জেলা ইজতেমা কমিটির জিম্মাদারদের মধ্যে মুফতি জসিম জানান, মূল প্যান্ডেলের ভেতর তিন লক্ষাধিক মানুষের বসার ব্যবস্থা রয়েছে। পুরো মাঠ জুড়ে আরো ৮ থেকে ১০ লাখ মুসল্লি জমায়েতের ব্যবস্থা রয়েছে। ২৯ জানুয়রি রবিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে আঞ্চলিক ইজতেমা শেষ হবে। মুসল্লিদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। রয়েছে ওজু, গোছলের ব্যবস্থা ও বিদেশি মেহমান থাকার স্থান। তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব ২হাজার ল্যাট্রিন। এছাড়াও ইজেতেমা মাঠে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করছে। ইজতেমার মাঠের প্রবেশ মুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
×