ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত

প্রকাশিত: ২৩:৩৭, ২৩ জানুয়ারি ২০১৮

পুুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৫৬২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৬০ কোটি ২৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৪২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, বে´িমকো ফার্মা, গ্রামীন ফোন, ইফাদ অটো, ড্রাগন সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিক, বিবিএস কেবল, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু সিরামিক, আজিজ পাইপ, মবিল যমুনা বিডি, লিগ্যাসি ফুটওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, দেশবন্ধু পলিমার, ইসলামিক ইন্সু্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বে´িমকো ফার্মা ও বার্জার পেন্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিডি অটোকার, আলিফ ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, সামাতা লেদার, নাহি এ্যালুমিনিয়াম ও ঝিল বাংলা সুগার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজালাল ইসলামী ব্যাংক, ড্রাগন সোয়েটার, গ্রামীন ফোন, বে´িমকো, স্কয়ার ফার্মা, বিবিএস কেবল, আরএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, বে´িমকো ফার্মা ও ইফাদ অটো।
×