ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের নতুন ভোগান্তির নাম ধুলাবালি

প্রকাশিত: ০৪:২৬, ২৩ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামের নতুন ভোগান্তির নাম ধুলাবালি

খানাখন্দে ভরা সড়কের যন্ত্রণার সঙ্গে চট্টগ্রামের মানুষের নতুন ভোগান্তির নাম ধুলাবালি। ফলে চরম অস্বস্তিতে পথ চলতে হচ্ছে নগরবাসীকে। এর মধ্যে নগরীর বাতাসে ধূলিকণার অস্তিত্ব গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি মিলেছে, পরিবেশ অধিদফতরের পরীক্ষায়। এ কারণে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি। এটি বন্দরনগরীর চান্দগাঁও আরকান সড়কের চিত্র। বর্ষায় কাদা আর ভাঙ্গা সড়কের ভোগান্তি থাকলেও এখন ধুলাবালির রাজত্ব। ভাঙ্গা সড়কে উড়তে থাকা ধুলাবালিতে ঝাপসা হয়ে আসে দৃষ্টিসীমা। ধুলাবালির মধ্যে দিন কাটাতে হচ্ছে এখানকার বাসিন্দা আর পথচারীদের। শুধু এখানেই নয়, পুরো চট্টগ্রাম নগরীই এখন ভাঙ্গা রাস্তা আর বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ধুলায় আচ্ছন্ন। গত কয়েক মাসে চট্টগ্রামের বাতাসে বায়ুদূষণ বেড়ে কয়েকগুণ বেশি পেয়েছে। যার প্রধান কারণ ধুলাবালি। ধুলাবালির এই অস্বাভাবিক অত্যাচার নগরবাসীর জন্য তৈরি করেছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এতে সব বয়সী মানুষের শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে ধুলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে উন্নয়ন কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থাকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। এখন ফ্লাইওভার নির্মাণ ও সড়ক উন্নয়ন ছাড়াও পানির পাইপ লাইন বসানোর জন্য রাস্তা কাটছে ওয়াসা। -স্টাফ রিপোর্টার
×