ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল মাগুরার ২৮ মুক্তিযোদ্ধার শহীদ দিবস

প্রকাশিত: ২০:৪৪, ২৫ নভেম্বর ২০১৭

আগামীকাল  মাগুরার ২৮ মুক্তিযোদ্ধার  শহীদ দিবস

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আগামীকাল ২৬ নবেম্বর রবিবার মাগুরার ২৮ জন বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে তারা পাক বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন । মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এই ২৮ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরনে হাজিপুর গ্রামে নির্মিত স্মৃতিসস্তম্ভে মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ নবেম্বর রাতে মাগুরার হাজীপুর বাহিনীর একদল মুক্তিযোদ্ধা ঝিনাইদহের শৈলকুপাকে শক্রু মুক্ত করতে কামান্না গ্রামে রাত্রি যাপনের জন্য মাধব কুন্ডু নামে এক ব্যক্তির বাড়ির একটি টিনের ঘরে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাদের অবস্থানের এ খবর স্থানীয় রাজাকাররা ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরায় পাক বাহিনীর ক্যাম্পে পৌঁছে দেয়। খবর পেয়ে রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় ঝিনাইদহ ,শৈলকুপা ও মাগুরা থেকে আসা পাক সেনারা ২৬ নবেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিতে আক্রমন শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে কিন্তু সুসজ্জিত পাকিস্থানী বাহিনীর আক্রমনের মুখে ঘটনাস্থলেই ২৮ মুক্তিযোদ্ধা শহীদ হন। পাক সেনারা চলে গেলে মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর সহায়তায় কামান্না স্কুল মাঠের পাশে নদীর তীরে গণ কবরে ২৮ বীর শহীদদের সমাহিত করেন। শহীদদের বাড়ী মাগুরার হাজীপুর ও তার পার্শ্ববর্তী গ্রামে । দিবমটি মাগুরাবাসীর কাছে একাধারে গর্বের অন্যদিকে বেদনার ।
×