ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনে বস্তাবন্ধী অচেতন নারী উদ্ধার

প্রকাশিত: ২০:৪৪, ৩১ অক্টোবর ২০১৭

সুন্দরবনে বস্তাবন্ধী অচেতন নারী উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের সুন্দরবন থেকে বস্তাবন্ধী অচেতন ও বিবস্ত্র অজ্ঞাত এক নারীকে উদ্ধার করেছে জেলেরা। সোমবার রাত ৯ টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল এলাকা থেকে অজ্ঞাত ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। উদ্ধারের কিছুক্ষন পরে চেতনা ফিরে পায় তিনি। পরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তারা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাফিউল হাসান। মোংলার গোলবুনিয়া গ্রামের জেলে ফারুক ফরাজী (৩০) জানান, সোমবার দুপুরে পশুর নদী সংলগ্ন সুন্দরবনের জোংড়া এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান।এ সময় নদীর তীরে বনের পাশে একটি বস্তা দেখতে পান। পরে সন্ধ্যার দিকে আবারও একই জায়গায় সেই বস্তাটি দেখে আশপাশের জেলেদের খবর দেন। পরে তারা একত্রিত হয়ে বস্তার কাছে যান। বস্তার মুখ খুলে দেখতে পান ভিতরে একজন উলঙ্গ মহিলা রয়েছে। মৃত ভেবে বস্তাবন্ধী অবস্থায় মহিলাকে জয়মনি এলাকায় নিয়ে আসেন। রাতে সেখানে মহিলাকে দেখে জীবিত আছেন বলে নিশ্চিত করেন একজন গ্রাম্য চিকিৎসক। তখন জেলেরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে চেতনা ফিরে পান অজ্ঞাত ঐ নারী। তবে শুধু নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছেন না সে। শুধু চারিদিকে তাকিয়ে থাকছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাফিউল হাসান বলেন, উদ্ধার হওয়া মহিলা শুধু তার নাম বলতে পারছেন, নাম রাশিদা (৪০)। আর কিছু বলতে পারছেন না। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, উদ্ধার হওয়া নারীর অবস্থা সংকটমূক্ত। তবে উন্নত চিকিৎসা প্রয়োজন। স্বজনদের পেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
×