ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে মুক্ত

প্রকাশিত: ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৭

জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে মুক্ত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি মামলায় দ- প্রাপ্ত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই সিলেট কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার বেলা ১টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। গত বৃহস্পতিবার তাদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীল উচ্চ আদালতে খারিজ হওয়ায় তাদের জামিন আদেশ বহাল থাকে। গত দুই ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারদ- দেন আদালত। আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪৬৬ ধারায় রাগীব আলী ও তার ছেলেকে ৬ বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ-, ৪৬৮ ধারায় সমপরিমাণ সাজা প্রদান করেন। হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ অক্টোবর ॥ শেরপুরে জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া বিষুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা রেকর্ড না করার প্রতিবাদে এবং ওই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার দুপুরে ‘বিক্ষুব্ধ নবীনগর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত ওই মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে জড়ো হয়। পরে মিছিলে অংশ নেয়া নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নুরের কাছে স্মারকলিপি প্রদান করেন।
×