ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢামেক হাসপাতালের এক নারী চিকিৎসকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০২:০১, ২৪ অক্টোবর ২০১৭

ঢামেক হাসপাতালের এক নারী চিকিৎসকের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ ঘুমের ঔষধ খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোমিনা আলম (৩০) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি ঢামেক হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার ওই নারী চিকিৎসক অতিরিক্ত ঘুমের ওষধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই নারী চিকিৎসকের স্বামী তার স্বামী ডাঃ রাজিবও একই হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক। পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ওই চিকিৎসক দম্পতির বন্ধু ডাঃ কাজী লুৎফুর রহমান জানান, মোমিনা মোহাম্মদপুরে তার পরিবারের সঙ্গে থাকেন। তার স্বামী রাজিবের সঙ্গে এক নারীর পরকীয়া রয়েছে এমন অভিযোগেই মোমিনা ৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ মোমিনা বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ)পাশে একটি রুমে চিকিৎসাধীন রয়েছেন।
×