ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দখলের প্রকাশ্যে ঘোষণা দেয়। সার লোপাট মামলায় পরিবহন ঠিকাদার গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৬, ৪ অক্টোবর ২০১৭

দখলের প্রকাশ্যে ঘোষণা দেয়।  সার লোপাট মামলায় পরিবহন ঠিকাদার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, বগুড়া, ৩ অক্টোবর ॥ সান্তাহারের সারের বাফার গুদামের প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪ হাজার টন ইউরিয়া সার পরিবহন ও হস্তান্তর-গ্রহণ না করে কালোবাজারে বিক্রি করে আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সোমবার দুপুরে আদমদীঘি থানায় দুদকের দায়ের করা মামলার পরেই সান্তাহার থেকে গ্রেফতার করা হয় মামলার দুই নম্বর আসামি সারের পরিবহন ঠিকাদার মশিউর রহমানকে। জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র যান্ত্রিক বিভাগের উপ-প্রধান প্রকৌশলী এবং বর্তমানে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিএফসিএল)’র নিয়ন্ত্রণাধীন সান্তাহার বাফার স্টক গুদামের সাবেক ইনচার্জ নবির উদ্দিন খান ও সার পরিবহনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাউথ ডেল্টা শিপিং এ্যান্ড ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক মশিউর রহমান এবং সান্তাহার বাফার স্টক গুদামের সাবেক সহকারী হিসাব কর্মকর্তা (বর্তমানে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা) মাসুদুর রহমান যোগসাজশ করে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ১৪ নবেম্বরের মধ্যে ৩ হাজার ৮শ’ ৮৯ দশমিক ৫৫ টন ইউরিয়া সার গ্রহণ ও হস্তান্তর এবং পরিবহন না করে কালোবাজারে বিক্রি করে।
×