ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাওড় রক্ষা বাঁধ নির্মাণ পদ্ধতি নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

হাওড় রক্ষা বাঁধ নির্মাণ পদ্ধতি নিয়ে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ সুনামগঞ্জে হাওড় রক্ষা বাঁধ সমূহের নির্মাণ পদ্ধতি, সমস্যা ও সমাধানের উপায় নিযে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছর হাওড়ের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এজন্য কি কি করণীয় সমস্যা আছে সেগুলো বিস্তারিতভাবে নিজেদের অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন উপজেলার চেয়াম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা, সাংবাদিক, বাঁধ এলাকার সংশ্লিষ্ট কৃষক, বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপিতত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ জাহেদুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমদ। সাতক্ষীরায় ১৭ জনকে ফেরত দিয়েছে বিএসএফ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সীমান্তে দুটি পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও তিনজন শিশু রয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। ফেরত আসা এ বাংলাদেশীদের বাড়ি গোপালগঞ্জ, খুলনা ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামে। সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, কাজের সন্ধানে চোরাইপথে তারা ভারতে যাওয়ার সময় মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তের বিপরীতে বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে। সাউথইস্ট ভার্সিটিতে ভর্তি উৎসব সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ১৫ বছর পূর্তিতে ভর্তি উৎসব ফল- ২০১৭ সেশন-এর আয়োজন করেছে। ২৪ সেপ্টেম্বর হতে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বনানীর মূল ভবনে এই উৎসব চলবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব), স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মোবাশ্বের আলীসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এই উৎসবে ভর্তি ফি’র ওপর ৫০% ছাড়ের বিশেষ সুযোগ রয়েছে। -বিজ্ঞপ্তি।
×