ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসামি খুঁজতে ড্রোন

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আসামি খুঁজতে ড্রোন

ব্রিটেনে পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীদের জরুরী সহায়তায় উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হবে। মনুষ্যবিহীন এই বিমানবহর পলাতক আসামিকে খুঁজতে, উপকূলীয় অঞ্চলে টহল দিতে ব্যবহার করা হবে। এমনকি অগ্নিকা-ে আটকে পড়াদের উদ্ধার কাজেও ব্যবহার করা হবে ড্রোন। সন্ত্রাসী হামলায় আহতদের জরুরী চিকিৎসাসেবা দিতে নাকি দেশটিতে ড্রোনের বিকল্প নেই। কাজেই দেশটির নিরাপত্তা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে ড্রোন। ব্রিটিশ সরকারের একটি সূত্র জানায়, এখন সব জায়গায় এই প্রযুক্তি আছে। সামরিক ক্ষেত্রে এর ব্যবহারও দিনে দিনে বাড়ছে। হেলিকপ্টারের চেয়ে ড্রোনের খরচ কম, অথচ অনেক বেশি কাজে ব্যবহার করা যায়। তাই তারা তল্লাশিসহ আসামি গ্রেফতারের কাজে ড্রোন ব্যবহার করবেন। দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর মধ্যে কয়েকটি গ্রুপ ইতোমধ্যে ড্রোন ব্যবহার শুরু করে দিয়েছে। ব্রিটেনের জাতীয় পুলিশ চীফ কাউন্সিল জানিয়ে তল্লাশি কাজে ড্রোন ব্যবহারের প্রাথমিক কিছু কাজ ইতোমধ্যে হয়ে গেছে। কিন্তু এটি শুরু করতে আরও সময় লাগবে।- মেইল অনলাইন
×