ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মশা মারছে মার্কিন বিমানবাহিনী

প্রকাশিত: ০৪:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মশা মারছে মার্কিন বিমানবাহিনী

ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন অঙ্গরাজ্যে টেক্সাসের উপকূলীয় এলাকায় মশাসহ অন্যান্য রোগজীবাণুর সংক্রমণ ঠেকাতে মার্কিন বিমান বাহিনীর সহায়তা নিয়েছে রাজ্য প্রশাসন। -বিজনেস ইনসাইডার। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সি-১৩০ কার্গো বিমান দিয়ে পশ্চিম টেক্সাসের তিন কাউন্টিতে গত সাতদিন ধরে কিটনাশক ছিটানো হয়। আগামী দুই সপ্তাহে আরও নতুন কিছু এলাকায় কিটনাশক দেয়ার পরিকল্পনা আছে। রাজ্য স্বাস্থ্যসেবা দফতরের হিসেবে গত এক সপ্তাহে টেক্সাসের প্রায় সাড়ে আঠারো লাখ একর জমিতে কিটনাশক দেয়া হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, এতে করে মশা-মাছি বাহিত রোগজীবাণু সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী টেক্সাসে রোগজীবাণুবাহী মশার সংখ্যা খুব বেশি দেখা যায়নি। কিন্তু তারপরও দুর্গত এলাকায় উদ্ধার ও পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের যাতে কোন সমস্যা না হয় এজন্যেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ক্রিস ভন ডিউসেন। টেক্সাসের সবচেয়ে জনবহুল হ্যারিস কাউন্টিতে মশা মারার ওষুধ রাতের বেলায়ও ছিটানোর পরিকল্পনার আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘূর্ণিঝড় হার্ভের কারণে যুক্তরাষ্ট্রের হিউস্টন রাজ্যে ৭০ জন নিহত হন। এতে প্রায় ১৮০ বিলিয়ন ডলার স¤পদের ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড় হার্ভের সঙ্গে টেক্সাস ও হিউস্টনে উঠে আসে কোটি কোটি গ্যালন পানি। যার কারণে বিশাল এলাকাজুড়ে সৃষ্টি হয় বন্যা। এ মুহূর্তে বন্যা শেষ হলেও বিভিন্ন স্থানে জমে আছে পানি।
×