ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পেট্রোলের আগুনে পুড়িয়ে সন্তানকে হত্যা

প্রকাশিত: ২২:২৯, ৩১ আগস্ট ২০১৭

নেত্রকোনায় পেট্রোলের আগুনে পুড়িয়ে সন্তানকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক এলাকার মাহবুব নামের এক ব্যক্তি তার চার বছরের শিশু সন্তানকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। নিহত শিশুর নাম আবির। মাহবুব নিজেও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে একই পরিবারের আরও তিনজন আগুনে দগ্ধ হয়। তারা হলেনঃ মাহবুবের বাবা জামাল মিয়া, মা মঞ্জুরা বেগম ও ছোট ভাই মাহফুজ। তাদের নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মাহবুব তার মা মঞ্জুরা বেগম এবং ছোটভাই মাহফুজের কাছে কিছু টাকা পেত। ওই টাকা নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মাহবুব তার মোটরসাইকেলটির বিভিন্ন অংশ কেটে পাশ্ববর্তী নদীতে ফেলে দেয়। পরে তার শিশু সন্তান আবিরের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং নিজ গায়ে আগুন দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে অন্যরাও দগ্ধ হন। অগ্নিদগ্ধ শিশু আবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাত তিনটার দিকে মারা যায়। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×