ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনের চা বিরতিতে বাংলাদেশ এগিয় ২৪৮ রানে

প্রকাশিত: ২১:৫১, ২৯ আগস্ট ২০১৭

তৃতীয় দিনের চা বিরতিতে বাংলাদেশ এগিয় ২৪৮ রানে

অনলাইন রিপোটার ॥ লাঞ্চের পর ৭৮ রানে বিদায় নিয়েছিলেন তামিম। অহেতুক আক্রমণাত্মক শট খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে উইকেট গিফট করে সাজঘরে ফেরেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান সাকিব। প্রথম ইনিংসে দারুণ এক ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসেও তার কাছে চাওয়া ছিল সমর্থকদের। তবে সেটি পূরণ করতে পারেননি সাকিব। আউট হযেছেন মাত্র ৫ রানে। এর পর সাব্বির আর মুশফিক ভালোই খেছিলেন।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হলো বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিককে। বোলিং প্রান্তে নাথান লিওন। ব্যাটসম্যান সাব্বির রহমান। লিওন বল করলেন, ব্যাট চালালেন সাব্বির। আউট মুশফিক! কীভাবে? সাব্বির ব্যাট চালালে বল ঠেকানোর চেষ্টা করেন লিওন। লিওনের হাত ছুঁয়ে বলটা সোজা গিয়ে বোলিং প্রান্তের স্ট্যাম্প ভাঙে। তাতে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া মুশফিক শিকার হন দুর্ভাগ্যের। বিদায়ের আগে করেছেন ৪১ রান। মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসেন নাসির। নামের প্রতি সুবিচার করতে পারেনি। অ্যাস্টন অ্যাগারের বলে ব্যাট চালাতে হিয়ে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের তালুবন্দি হন। শূন্য রানেই ফিরে যান নাসির। আশার প্রদীপ হয়ে ছিলেন সাব্বির। লিওনের শিকার হওয়া সাব্বির করতে পেরেছেন ২২ রান। চা বিরতির সময় বাংলাদেশের রান ২০৫। এখন বাংলাদেশ এগিয়ে ২৪৮ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬০ রান করে। জবাবে অস্ট্রেলিয়া করে ২১৭ রান।
×