ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিত্রাপাড়ের মিনি সুন্দরবন এখন হুমকির মুখে

প্রকাশিত: ০৪:৩১, ২৬ আগস্ট ২০১৭

চিত্রাপাড়ের মিনি সুন্দরবন এখন হুমকির মুখে

রয়েল বেঙ্গল টাইগারের দেখা না মিললেও চিত্রার চরে মিনি সুন্দরবনে রয়েছে অসংখ্য মেছোবাঘ। এ বনজুড়ে রয়েছে তাদের রাজত্ব। দিন-রাত বনের এদিক-ওদিক দাপিয়ে বেড়ায় তারা। সুযোগ পেলে আশপাশের লোকজনের বাড়িতে হানা দিয়ে হাঁস-মুরগি তুলে নিয়ে যায়। ফলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে অনেক সময় এদের হত্যা করে থাকে। এতে খাদ্য ও নিরাপদ আশ্রয়স্থলের অভাবে চিত্রাপাড়ের মিনি সুন্দরবনে মেছোবাঘসহ অন্য প্রাণীরা এখন চরম হুমকির মুখে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রাপাড়ের মিনি সুন্দরবনটি রক্ষার ব্যাপারে বনবিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে এখনও কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি। এ বনে নানা ধরনের প্রাণী ও পাখিদের ব্যাপক আনা-গোনা থাকলেও এসব প্রাণী এখন চরম হুমকির মুখে। প্রতিনিয়ত লোকজনের হাতে বিভিন্নভাবে মারা পড়ছে নানা প্রজাতির প্রাণী ও পাখি। বিষয়টি নিয়ে পরিবেশবিদ ও সচেতন মহল হতাশা প্রকাশ করেছেন। সুন্দরবনের মূল ভূখ- থেকে প্রায় শত কিলোমিটার উত্তরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর দু’পাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে সুন্দরী, কেওড়া, গরান, ওড়া এবং গোলপতাসহ সুন্দরবনের নানা প্রজাতির গাছপালা। আর এসব গাছপালা জন্ম নেয়ার কারণে মাত্র কয়েক বছরের মধ্যে এখানকার নদীপাড়ের রায়গ্রাম, শুড়িগাতী, খিলিগাতী, ডুমুরিয়া,আরুলিয়া, খড়িয়াসহ আশপাশের প্রায় ১০-১৫টি গ্রাম এখন বনাঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে বিলুপ্ত প্রজাতির অনেক প্রাণীর দেখা মেলে এ বনে। -বাবুল সরদার, বাগেরহাট থেকে
×