ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানেকটিকাটে তৃতীয়পর্বে সিবুলকোভা

প্রকাশিত: ০৪:৫৮, ২৫ আগস্ট ২০১৭

কানেকটিকাটে তৃতীয়পর্বে সিবুলকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ কানেকটিকাট টুর্নামেন্টের তৃতীয়পর্বের টিকেট কেটেছেন ডোমিনিকা সিবুলকোভা, ক্রিস্টেন ফ্লিপকেন্স এবং এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। দ্বিতীয়পর্বের ম্যাচে বুধবার সেøাভাকিয়ার সিবুলকোভা ২-৬, ৬-২ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে। রাশিয়ার ষষ্ঠ বাছাই এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। পাভলিউচেঙ্কোভা এদিন ৭-৬ (৭/৩) এবং ৬-০ গেমে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকাকে। দিনের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্স ৬-১ এবং ৭-৬ (৭/১) গেমে হারান রোমানিয়ার অখ্যাত খেলোয়াড় এ্যানা বোগডানকে। গত সপ্তাহে সিনসিনাতি ওপেনেও এ্যালিজ কোর্নেটের মুখোমুখি হয়েছিলেন ডোমিনিকা সিবুলকোভা। সেই ম্যাচে অবশ্য সরাসরি সেটেই জয়ের দেখা পেয়েছিলেন তিনি। কিন্তু কানেকটিকাট ওপেনে ভয় ধরিয়ে দিয়েছিলেন কোর্নেট। প্রথম সেট ৬-২ ব্যবধানে জিতে নিয়েছিলেন তিনি। কিন্তু পরের দুই সেটেই ঘুরে দাঁড়ান সেøাভাকিয়ান তারকা। ম্যাচ শেষে তাই দারুণ রোমাঞ্চিত ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। তবে কোর্নেটের বিপক্ষে লড়াইটা যে কঠিন হবে তা নাকি আগেই জানা ছিল তার। এ বিষয়ে কোর্টে দেয়া সাক্ষাতকারে সিবুলকোভা বলেন, ‘আমি আগে থেকেই জানতাম যে তার বিপক্ষে ম্যাচটা খুব কঠিন হবে। কারণ তার বিপক্ষে আমি গত সপ্তাহে সিনসিনাতি ওপেনেও খেলেছিলাম। সেই ম্যাচটা দুই সেটে জিতেছিলাম আমি। তাই আজকের ম্যাচে যে সে ভালভাবে প্রস্তুতি নিয়েই নামবে তা জানাই ছিল।’ এ সময় পেছনে পড়েও ফিরে আসার ব্যাপারে তিনি আরও বলেন, ‘এটা মোটেও সহজ ছিল না। কিন্তু এই ম্যাচটাই আমাকে মনে করিয়ে দেয় যে গত বছরটাতে কেমন খেলেছিলাম আমি।’ ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন ডোমিনিকা সিবুলকোভা। সেবারই প্রথমবারের মতো টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার, সেবার শিরোপা জয়ের লড়াইয়ে চীনের সাবেক টেনিস তারকা লি নার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তার। এরপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক চার নাম্বার এই তারকা। যদিওবা এখনও হাল ছাড়েননি তিনি। নিয়মিতই টেনিস কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক এই ফাইনালিস্ট। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে কানেকটিকাট ওপেন মূলত তারকাদের প্রস্তুতির মঞ্চ। তবে এই ইভেন্টে নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য মরিয়া সিবুলকোভা। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ এখন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই দ্বিতীয়পর্বে কঠিন লড়াই করে পরাজিত করেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। ম্যাচ শেষে জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাভলিউচেঙ্কোভা বলেন, ‘প্রতিটি পয়েন্টের জন্যই আমি লড়াই করেছি। কারণ ম্যাচটা আমি জয়ের লক্ষ্য নিয়েই খেলতে শুরু করেছিলাম। তাই জয়ের পর কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছি।’ তবে প্রতিপক্ষ হিসেবে কার্লা সুয়ারেজ নাভারোর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এ প্রসঙ্গে রাশিয়ান টেনিসের প্রতিভাবান তারকা বলেন, ‘এই ম্যাচ খেলার সময় আমি কিছুটা ক্লান্ত ছিলাম। তবে নিশ্চিতভাবেই তার বিপক্ষে হারতে চাইনি। তাই কষ্ট হলেও প্রথম সেটটা আমিই জিতেছি। কার্লা একজন অসাধারণ মাপের খেলোয়াড় একথা বলার অপেক্ষা রাখে না। টেনিস কোর্টে তাকে আপনারা যোদ্ধাও বলতে পারেন। দুই সেটেই তার বিপক্ষে জেতার জন্য আমার ঘাম ঝরেছে। বিশেষ করে দ্বিতীয় সেটে। যদিওবা স্কোর অবশ্য তা বলছে না।’ সোমবার থেকে শুরু হবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। তার আগে এই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবে নিঃসন্দেহে সেই ফেবারিট হিসেবে কোর্টে নামবেন। তাই নিজেদের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্যেই কোয়ার্টার ফাইনালে কোর্টে নামবেন সব তারকারা।
×