ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত ৬, নিখোঁজ ১৩

ইয়েমেনে ১৬০ অভিবাসন প্রত্যাশীকে জোর করে পানিতে নিক্ষেপ

প্রকাশিত: ০৬:২০, ১২ আগস্ট ২০১৭

ইয়েমেনে ১৬০ অভিবাসন প্রত্যাশীকে জোর করে  পানিতে নিক্ষেপ

ইয়েমেনের সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা থেকে অন্তত এক শ’ ৬০ জনকে জোর করে পানিতে ফেলে দেয়ার ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন এখনও নিখোঁজ রয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উপকূলটিতে এ রকম ভয়ঙ্কর ঘটনার পুররাবৃত্তি হলো বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়। খবর আলজাজিরার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের সমুদ্র উপকূলে ছয়জনের লাশ পাওয়া গেছে, এর মধ্যে দুই জন পুরুষের, আর বাকি চারজন নারীর এবং ১৩ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশ কিশোর-কিশোরী, তারা সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিক। এক আদম পাচারকারী গ্রেফতার আতঙ্কে নৌকাটিকে পানিতে ডুবিয়ে দেয়। এদিকে এই ঘটনার পর আইওএম’র উদ্ধারকারী একটি দল উপকূলীয় এলাকায় যাওয়ার আগেই অন্তত ৮৪ অভিবাসন প্রত্যাশী সমুদ্র এলাকা ত্যাগ করেছে এবং বাকি এক শ’ ৪১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে খাদ্য-পানীয় ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানা গছে। বৃহস্পতিবার সকালে আইওএম পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তারা শাবওয়া সমুদ্রসৈকতের অগভীর স্থান থেকে ২৯ জনের লাশ উদ্ধার করেছে, এখনও ২২ জন নিখোঁজ রয়েছে। তাদের গড় বয়স ১৬। টিকে থাকার লড়াইয়ে ইয়েমেনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি দিয়েছিল এই অভিবাসন প্রত্যাশীরা। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের উদ্ধৃতি দিয়ে আইএমওর ইয়েমেন মিশনের প্রধান লরেন্ট ডি বোয়েক বলেন, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির নিয়ন্ত্রণে যে আদম পাচারকারী ছিল, সমুদ্রের মাঝে দেশটির কর্তৃপক্ষের কোন লোককে সে দেখতে পায়। তখন তার মধ্যে সৃষ্ট গ্রেফতার আতঙ্ক থেকে সে এই অভিবাসন প্রত্যাশীদের জোর করে সমুদ্রে ফেলে দেয়। তিনি বলেন, এত ছেলেমেয়েকে ডুবিয়ে দেয়ার বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি বলেন, এই সমুদ্রপথে অভিবাসীরা প্রায়ই এ ধরনের দুর্ঘটনার শিকার হয়। আইওএমের মুখপাত্র অলিভিয়া হিডন বলেন, সোমালিয়া ও ইথিওপিয়ায় এখন প্রচ- খরা চলছে। এ পরিস্থিতিতে কারও কারও পক্ষে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।
×