ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চান নাজাম

প্রকাশিত: ০৬:৩৪, ১১ আগস্ট ২০১৭

দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চান নাজাম

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে আবার সভাপতির আসনটা ফিরে পেয়েছেন নাজাম শেঠি। ২০১৩ সালে আদালতের সঙ্গে বিতর্কে জড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ হারিয়েছিলেন তিনি। এবার নির্বাচন করেই চেয়ারম্যান হয়েছেন। আর এরপর দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার বিষয়টি নিয়ে তিনি নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। নাজাম জানিয়েছেন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনাই হবে তার মূল লক্ষ্য। পিসিবির সাবেক হয়ে যাওয়া চেয়ারম্যান শাহরিয়ার খান প্রাণপণ চেষ্টা করেছেন পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে। অবশ্য দুই বছর আগে জিম্বাবুইয়েকে আনতে পেরেছিলেন তিনি ক্ষুদ্র সময়ের মধ্যে স্বল্প পরিসরের সিরিজ খেলানোর জন্য। কিন্তু আর কোন দলকে আনতে পারেননি। ২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছাকাছি সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে বন্দুকধারীরা হামলা করেছিল। বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা গুলিবিদ্ধ হন সেই হামলায়। এরপরই সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে লঙ্কান দল। তখন থেকে আর কোন বিদেশী দলই পাকিস্তান সফর করেনি। বারবার চেষ্টা করেও বিফল হয়েছে পিসিবি। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়েছে এবং চোরাগোপ্তা হামলার পরিমাণ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কাও বৃদ্ধি পেয়েছে। এ কারণে পিসিবিকে ঘরোয়া সিরিজগুলো আয়োজন করতে হয়েছে আরব আমিরাতে। শাহরিয়ার খানের সময়ে সবচেয়ে বড় সাফল্যটা এসেছে শেষ সময়ে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান দল। ১৯৯২ সালে বিশ্বকাপ জেতার পর এটাই প্রথম কোন আইসিসি ইভেন্ট জয় পাকদের। এরপর থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পিসিবি। তারা আশা করছে এখন বড় দলগুলো তাদের মাটিতে এসে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করবে। তিন বছরের মেয়াদে চেয়ারম্যান হওয়ার পর নাজাম এখন তাই নিজের মূল লক্ষ্য হিসেবে স্থির করেছেন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ধৈর্য দেখাতে হবে। কারণ বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট।’ তবে সেপ্টেম্বরে বিশ্ব একাদশের পাকিস্তান সফরটা দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস নাজামের। তিনি বলেন, ‘আমরা আশা করছি তিনম্যাচের টি২০ সিরিজে বিশ্ব একাদশ আসবে এবং পরবর্তী ২/৩ মাস আরও কিছু সুখবর বয়ে আসবে।’ শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে শ্রীলঙ্কায় যাবেন নাজাম। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কাকেই সবার আগে সিরিজ খেলার জন্য পাকিস্তানে আসার আমন্ত্রণ জানাবেন। কারণ সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কার সঙ্গে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচের একটি সিরিজ আরব আমিরাতে খেলার কথা রয়েছে পাকিস্তানের। সেই সিরিজটি হোমসিরিজ হওয়ায় এবার পাকিস্তানের মাটিতেই খেলার আহ্বান জানাবেন নাজাম। লিভারপুলেই থাকছেন কুটিনহো স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিল মিডফিল্ডার ফিলিপ কুটিনহোকে দলে নেয়ার জোর চেষ্টা করে যাচ্ছে বার্সিলোনা। এ জন্য তারা ইংলিশ ক্লাব লিভারপুলকে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইংলিশ পরাশক্তিরা। দ্য রেডসরা জানিয়েছে, নিজেদের অবস্থান থেকে তারা নড়ছে না। কুটিনহোকে বিক্রি করা হবে না। নেইমার রেকর্ড চুক্তিতে পিএসজিতে চলে যাওয়ার আগে থেকেই কুটিনহোকে পাওয়ার জন্য বার্সা জোর প্রচেষ্টা চালাচ্ছে বার্সিলোনা। সংবাদ মাধ্যদের দাবি, এ ব্যাপারে কাতালান জায়ান্টরা বেশ খানিকটা এগিয়েও গিয়েছিল। কিন্তু তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার লিভারপুল কোচ জার্গেন ক্লপও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুটিনহোকে তারা বিক্রি করবেন না। আজ শুরু ইংলিশ প্রিমিয়ার লীগ স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন মৌসুম। ২০১৭-১৮ মৌসুমের প্রথমদিনে অবশ্য মাঠে নামছে না বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। উদ্বোধনী দিনে হবে একটি ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও লিচেস্টার সিটি। শনিবার দ্বিতীয়দিনে মাঠে নামবে চ্যাম্পিয়ন চেলসি, লিভারপুল, এভারটন ও ম্যানচেস্টার সিটি। এবার দ্বিতীয় বিভাগ থেকে প্রোমোশন পেয়ে প্রথম বিভাগে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড, ব্রাইটন এ্যান্ড হোভ এ্যালবিওন এবং হাডার্সফিল্ড টাউন। এই তিন ক্লাবকে জায়গা করে দিতে দ্বিতীয় বিভাগে অবনমন হয়েছে হাল সিটি, মিডলসবার্গ ও সান্ডারল্যান্ডের। এর আগে গত ৪ আগস্ট থেকে ফরাসী লীগ ওয়ানের নতুন মৌসুম শুরু হয়েছে। অন্যদিকে স্প্যানিশ লা লিগা ১৮ আগস্ট এবং ইতালিয়ান সিরি’এ ও জার্মান বুন্দেসলিগা শুরু হবে ১৯ আগস্ট থেকে।
×