ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলায় আহত ৩

প্রকাশিত: ০৩:০৭, ২৭ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলায় আহত ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। মাদক বিক্রেতাদের ধারালো অস্ত্রের আঘাতে ফতুল্লা মডেল থানার দুই এএসআইসহ ৩ জন আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে প্রেরণ করে। তবে পুলিশের হাতে আটক ২ জনকে ছিনিয়ে নিতে পারেনি তারা। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার এএসআই আবদুল গাফফার এবং এএসআই সোহেল রানা। পুলিশের ব্যবহৃত সিএনজি চালক অনিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার মাসদাইর ঘোষের বাগ এলাকায়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এএসআই আবদুল গাফফার এবং সোহেল রানা একটি সিএনজি যোগে মাসদাইর ঘোষেরবাগ এলাকায় গিয়ে মাদক বিক্রেতা হাবিবুর রহমান হাবিব ও জাহিদসহ গ্রেফতার করে। হাবিবের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় আশপাশে থাকা হাবিবের সহযোগিরা ধারালো অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ আটককৃতদের সিএনজির সঙ্গে হাতকড়া লাগিয়ে দেয়। মাদক ব্যবসায়িরা হাবিব ও জাহিদকে ছাড়িয়ে নিতে প্রথমে পুলিশ সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পিটিয়ে ও কুপিয়ে দুই এএসআইকে আহত করে। পরে সিএনজিতে হামলা চালিয়ে ভাংচুর করে আটককৃত ২জনকে ছিনিয়ে নেয়ার ব্যর্থ চেষ্টা করা হয়।
×