ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুধবার গল টেস্ট দিয়ে শুরু শ্রীলঙ্কা-ভারত সিরিজ

লঙ্কায় ব্র্যান্ড ক্রিকেট খেলবেন কোহলিরা

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ জুলাই ২০১৭

লঙ্কায় ব্র্যান্ড ক্রিকেট খেলবেন কোহলিরা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, শ্রীলঙ্কা সফরে নিজেদের ব্র্যান্ড ক্রিকেটই খেলবে ভারত। টেস্টে শীর্ষস্থান আরও মজবুত করার প্রত্যয় দেশটির সাবেক অলরাউন্ডারের কণ্ঠে। গলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমার ছেলেরা জানে মাঠে তাদের কি করতে হবে। তারা এখন অনেক বেশি পেশাদার। সফরে যথারীতি আমরা ভয়-ডরহীন ক্রিকেট উপহার দেব, যেটা ভারতীয়দের ব্র্যান্ড।’ অবশ্য ঘরের মাটিতে শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ বলেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি, ‘নিজেদের মাটিতে তারা ভয়ঙ্কর, টেস্টে সম্প্রতি জিম্বাবুইয়ে ও অস্ট্রেয়িলাকে হারিয়েছে। আমাদের লক্ষ্য, নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরও উন্নত ক্রিকেট উপহার দেয়া। আশা করি ভাল একটা সিরিজ হবে।’ সফরে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও এক টি২০ খেলবে বিরাট কোহলির দল। বুধবার গল টেস্ট দিয়ে শুরু মাঠের লড়াই। সন্দেহ নেই ধুঁকতে থাকা লঙ্কানদের বিপক্ষে পরিষ্কার ফেবারিট ভারত। গত মৌসুমে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এখানেই সিরিজ জিতেছিলেন কোহলি। সফরকারীদের জন্য কিছুটা দুঃসংবাদ, জ্বরের জন্য শেষ মুহূর্তে ছিটকে যেতে পারেন ওপেনার লোকেশ রাহুল। প্রস্তুতি ম্যাচ খেলে তাই দলের সঙ্গে গলেও যেতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেট মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে নামতে পারেননি লোকেশ। কারণ চোট। আইপিএলেও নামতে পারেননি কাঁধের ইনজুরির জন্য। লোকেশ রাহুলের চোটের জন্যই ভাগ্য খুলে গিয়েছিল ধাওয়ানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করতে নেমেছিলেন বাঁ হাতি ওপেনার। বর্তমান পরিস্থিতিতে লোকেশ রাহুল যদি একান্তই নামতে না পারেন তাহলে শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে অভিনব মুকুন্দকে। ভারতীয় দল অবশ্য লোকেশকে রেখেই গলে পৌঁছে গেছে। প্রথম টেস্টের দল আগেই ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা। রবি শাস্ত্রীকে নিয়ে কম জলঘোলা হয়নি। শাস্ত্রী নিজের পছন্দের সাপোর্ট স্টাফ পেয়ে গিয়েছেন। আপাতত সব বিতর্ক বন্ধ। বিরাট কোহলিরা নেমে পড়েছন মাঠে। তারা জানেন মাঠের খেলায় ভাল খেললেই বিতর্ক থেমে যাবে। খেলতে না পারলেই মাথাচড়া দিয়ে উঠবে বিতর্ক। এমনকী টান পড়তে পারে কোহলির অধিনায়কত্বেও। ওদিকে ইনজুরি থেকে ফিরে আবারও টেস্ট খেলবেন ভেবে দারুণ উত্তেজিত মিডলঅর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা। ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি ছিল বড় ফরম্যাটে তার সর্বশেষ ম্যাচ। কারণ ওই সিরিজের তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন। ‘দীর্ঘদিন পর টেস্ট খেলতে মুখিয়ে আছি আমি। লাল বল-এ খেলাটা আমি উপভোগ করতে চাই। এটি আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত।’ বলেন রোহিত। দেশের মাটিতে ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। ইনজুরি থেকে ফিরে আবারও টেস্ট খেলতে মুখিয়ে মুম্বাইয়ের এই ডান-হাতি ব্যাটসম্যান, ‘আমাকে কি করতে হবে তা আমার মনের মধ্যে রয়েছে। আমি এখানে সুযোগ পেয়েছি, সতীর্থদের সঙ্গে নিজের সময়টা উপভোগ করতে চাই। সাদা পোশাকে খেলতে পারাটা সবসময়ের জন্যই আনন্দের। অনেক দিন পর টেস্ট খেলব। সাদা পোশাক পরতে আমি অনেক উত্তেজিত হয়ে আছি।’
×