ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষা মানুষকে প্রতিষ্ঠিত করে ॥ মকসুদ

প্রকাশিত: ০১:৩৮, ২৪ জুলাই ২০১৭

শিক্ষা মানুষকে প্রতিষ্ঠিত করে ॥ মকসুদ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, অর্থ নয়; শিক্ষাই মানুষকে প্রতিষ্ঠিত করে। কার পরিবার বড়, কার পরিবার কতটা অর্থশালী সেটা বড় কোনো বিষয় নয়। বরং কার মন বড়, কার মাথায় কতুটুক মেধা আছে, আর সে মেধা কতটুকু দেশের কল্যাণে ব্যবহৃত হয় সেটাই দেখার বিষয়। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী মানুষের কর্ম। একদিন আমার মতো মানুষরা থাকবে না। তখন সে শূন্যতা আজকের শিক্ষার্থীদেরই পূরণ করতে হবে। তিনি সরিষাবাড়ীর কিছু স্মৃতিচারণ করেন। তিনি জানান, তার দাদা এক সময় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে চাকরি করার সুবাদে তার বাবা সৈয়দ আবুল মাহমুদ আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই টান থেকেই তার এ বিদ্যালয়ে আগমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, সৈয়দ আবুল মকসুদের সহধর্মীনী সুলতানা মকসুদ ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন গান্ধী আশ্রমের পরিচালক সাংবাদিক উৎপল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস পাঠান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এর আগে রোববার বিকেলে গবেষক সৈয়দ আবুল মকসুদ জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়ায় মুক্তি সংগ্রাম জাদুঘর কর্তৃপক্ষ আয়োজিত ‘গান্ধী আশ্রম থেকে মুক্তিসংগ্রাম জাদুঘর: আট দশকের গৌরব অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। গান্ধী আশ্রমের পরিচালক উৎপল কান্তি ধরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আসিফ নজরুল, প্রফেসর এনামুল হক শাহীন, প্রফেসর ফারাহ তানজিম তিতুল, সাবেক সংসদ সদস্য খন্দকার খুররম, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।
×