ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের অনুরোধেই অভিমান ভেঙেছে শাস্ত্রীর

প্রকাশিত: ১৯:৩২, ৩০ জুন ২০১৭

চীনের অনুরোধেই অভিমান ভেঙেছে শাস্ত্রীর

অনলাইন ডেস্ক ॥ ভারতের জাতীয় দলের কোচ ইস্যুতে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। কোহলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পদত্যাগ করেন অনিল কুম্বলে। তাতেই বিশ্ব ক্রিকেটে শুরু হয় সমালোচনার ঝড়। এরপর আলোচনায় আসে সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর তাঁর অভিমান ভেঙে আবেদন করার সম্ভাবনা। পাশাপাশি, নিয়োগ প্রক্রিয়া ও কোহলিদের ইচ্ছা সম্পর্কিত তর্ক-বির্তক তো চলছেই। আর তারই জের ধরে এবার সামনে এলো আরো একটি নতুন খবর। তা হলো, অভিমান ভেঙে কোচ পদে নিয়োগের জন্য শাস্ত্রীর আবেদনের সম্ভাবনার পেছনে নাকি রয়েছে শচীন টেন্ডুলকারের 'অনুরোধ'! এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শচীন ও শাস্ত্রী দুজনই এখন লন্ডনে আছেন। আর সেখানেই দুজন দেখা করেন। শচীন তখনই শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ পদে আবেদন করতে বলেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা এই ব্যাটসম্যানের কথা ফেলতে পারেননি শাস্ত্রী। তাই নাকি তিনি আবেদন করতে রাজি হন। এছাড়া, শচীন নিজেও নাকি শাস্ত্রীকেই কোচ হিসেবে দেখতে চান। প্রসঙ্গত, গত বছরও শাস্ত্রীর পক্ষেই ছিলেন শচীন। তবে সৌরভ ও লক্ষ্মণ চেয়েছিলেন কুম্বলকে।
×