ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফি

ফাইনালের আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য...

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৭

ফাইনালের আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য...

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি উপমহাদেশের দুই সুপার পাওয়ার ভারত ও পাকিস্তান। উন্মদনার ম্যাচ ঘিরে বিশ্ব ক্রিকেটের আগ্রহ এখন তুঙ্গে। আলোচিত পাক-ভারত দ্বৈরথের আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো- ** ফাইনালের ভেন্যু কেনিংটন ওভালে প্রচুর রান হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে এ পর্যন্ত পাঁচ ম্যাচে যারা আগে ব্যাট করেছে দলীয় ইনিংসে তাদের গড় রান ২৭২। আর পরে যারা ব্যাট করেছে তাদের তো ২৯০। ** ০- ওভালের ফাইনালের আগে ভারত ও পাকিস্তান ওয়ানডে ফরমেটে আইসিসির কোন ইভেন্টের ফাইনালে খেলেনি। তবে ২০০৭ টি২০ বিশ্বকাপ ফাইনালে ও ২০০৬ অনুর্ধ-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে পাকিস্তান অনুর্ধ-১৯ বিশ্বকাপ জিতলেও ভারত টি-২০ বিশ্বকাপ জেতে। ** ১০- আইসিসি ইভেন্টের বাইরে অন্য সব ওয়ানডের ফাইনালে ভারত-পাকিস্তান ১০বার লড়েছে। যেখানে সাতবার জয় পেয়েছেন পাকিস্তান, আর বাকি তিনবার ভারত। ** ০.২৮৫- কোনিংটন ওভালে অন্তত পাঁচটি ম্যাচ খেলা এমন দলগুলোর মধ্যে জয়-পরাজয়ের অনুপাতে পাকিস্তান সবচেয়ে বাজে। এখন পর্যন্ত তারা নয় ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে এখানে, হেরেছে সাতটিতে। অপরদিকে ভারতের অনুপাত ০.৬২৫, তারা ১৪ ম্যাচে আটটি হারের বিপরীতে জয় পেয়েছে পাঁচটিতে। ** ১১৮- এবারে ভারত শেষ ১০ ওভার থেকে ১১৮ রান সংগ্রহ করেছে। যেখানে পাকিস্তান করেছে ৮১। ** ৫.৩৪- শেষ ১০ ওভারে ভারতের বোলিং ইকোনমি ৫.৭৪। তবে পাকিস্তান ছিল কম খরুচে, তাদের ইকোনমি ৫.৩৪। ** ১৯- এবারের আসরে ২২টি ক্যাচ নিয়ে সবার ওপরে এখন পর্যন্ত ইংল্যান্ড। তবে ১৯টি ক্যাচ নিয়ে এ তালিকায় দ্বিতীয় পাকিস্তান। ১৬ ক্যাচ নিয়ে তৃতীয় ভারত। ** ৩৩- চলতি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ওয়াইড বল করেছে পাকিস্তান। যেখানে ৩৫ ওয়াইড দিয়ে সবার ওপরে বাংলাদেশ। ভারত ১৩টি ওয়াইড দিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে নিচ থেকে দুইয়ে রয়েছে। ** ৩৪.৮২- চলতি আসরে পাকিস্তানের বোলিং গড় ভালই। একটি উইকেট পেতে দলটি ৩৪ রানের কিছু বেশি দিয়েছে। যেখানে ভারতের ওপরেই রয়েছে তারা (৩৯.৮২)। ** ১০১.৩- এই টুর্নামেন্টে ভারতের ব্যাটিং স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। ৭৯.৮ নিয়ে নিচ থেকে দুইয়ে রয়েছে পাকিস্তান। ** ৫৮৪- এই আসরে সবচেয়ে বেশি ডট বল দিয়েছে পাকিস্তানী বোলাররা। আর ৫২১টি ডট বল দিয়ে দ্বিতীয় ভারত। ** ৪- আর মাত্র চারটি উইকেট হলেই ওডিআইতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারত গেলেন ১৮ এ্যাথলেট স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুক্রবার রাতে দুই সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের জন্য ১৮ সদস্যের এ্যাথলেটিক্স দল ভারত গেছে। এর মধ্যে ১৪ পুরুষ এবং ৪ মহিলা এ্যাথলেট রয়েছেন। প্রস্তুতি শেষে এ্যাথলেটরা আগামী ৬-৯ জুলাই ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপের ২২তম আসরে অংশ নেবেন। বাংলাদেশ এ্যাথলেটিক্স দল ॥ মেজবাহ আহমেদ, কাজী শাহ ইমরান, শরীফুল ইসলাম, আবদুর রউফ, মাসুদ রানা, ইসমাইল হোসেন, মাসুদ খান, খন্দকার কিবরিয়া, কামরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, হেদায়েত হোসেন, আল-আমিন, আলমগীর হোসেন, সোহাগী আক্তার, সুস্মিতা ঘোষ, সুমি আক্তার ও জেসমিন আক্তার। টিম ম্যানেজার : আবদুর রকিব মন্টু, কোচ : মাহবুবা ইকবাল বেলী, রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান। শিরিন-জাবিরের এথেন্সযাত্রা স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গ্রিসের এথেন্সে নিয়মিত আয়োজন করে থাকে ‘ইন্টারন্যাশনাল সেশন ফর ইয়ং পার্টিসিপেন্টস’ কর্মশালাটি। এ কর্মশালার ৫৭তম আসর শুরু হয়েছে শনিবার। শেষ হবে আগামী ১ জুলাই। বাংলাদেশ থেকে এবার এ কর্মশালায় অংশ নিচ্ছেন দুই ক্রীড়াবিদ। একজন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, অন্যজন জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল জাবির। শনিবার ভোরে তারা এথেন্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফিরবেন ২ জুলাই। সিদ্দিকুর নবম স্থানে স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডে পাঁচ লাখ ডলার প্রাইজমানির কুইন্স কাপ গলফ টুর্নামেন্টে সিদ্দিকুর রহমান সান্টিবুরি সামুই কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে তিন ধাপ এগিয়েছেন। তিনি তিনটি বার্ডি মারে পারের চেয়ে ছয় শট কম খেলে তিনজনের সঙ্গে এখন যৌথভাবে নবম স্থানে অবস্থান করছেন বাংলাদেশী।
×