ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘লাভ ইন ঢাকা’ কনসার্ট ২৭ জুলাই

প্রকাশিত: ০৪:০০, ১২ জুন ২০১৭

‘লাভ ইন ঢাকা’ কনসার্ট ২৭ জুলাই

সংস্কৃতি ডেস্ক ॥ গ্রান্ড মাস্টার ইভেন্টেসের আয়োজনে আগামী ২৭ জুলাই ‘লাভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে ভারতীয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের তাহসান, মেহরীন ও কর্নিয়া। এর পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন ভারতীয় মডেল পূজা এবং ইউক্রেনের নৃত্যশিল্পী এনাস্তাসিয়া। গতকাল রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রান্ড মাস্টার ইভেন্টেসের পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গ্রান্ড মাস্টার ইভেন্টেসের উপদেষ্টা মারুফ আহমেদ খান রিজভী, ব্যবস্থাপনা পরিচালক বিএম রইসউদ্দিন, পরিচালক খন্দকার আব্দুল্লাহ মামুন ও বকুল আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জুলাই বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এর টিকেটের মূল্য- প্লাটিনাম সাত হাজার টাক, ডায়মন্ড পাঁচ হাজার টাকা, গোল্ড চার হাজার টাকা এবং সিলভার তিন হাজার টাকা। বাণিজ্যিক ভিত্তিতে অনুষ্ঠিতব্য এ আয়োজনের প্রবেশমূল্যের একটি অংশ শ্যামলির অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
×