ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাসবর্জন

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ মে ২০১৭

নেত্রকোনায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাসবর্জন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলার জয়কা-সাতাশী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদসহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবারও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিদ্যালয়ের সামনের মাসকা-বালিজুড়া সড়কে বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে বুধবার বিকেলে এ ব্যাপারে কেন্দুয়া থানায় মামলা রজু করা হয়েছে। জানা গেছে, জয়কা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক ওই বিদ্যালয়ের একটি মামলা নিষ্পত্তি করে দেয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তপন চন্দ্র সরকার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেহিদী হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়। সোমবার দুপুরে মেহেদী হাসান আরও দু-তিন সঙ্গীকে নিয়ে তপন চন্দ্র সরকারকে তার অফিস কক্ষে গিয়ে মারধর করে। আহত তপন চন্দ্র সরকার সোমবার রাতেই এ ব্যাপারে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেন। কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ‘শিক্ষকের অভিযোগটি বুধবার বিকেলে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না।’ জানা গেছে, এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বিষয়ের ওপর তদবিরবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছে।
×