ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পররাষ্ট্রমন্ত্রী কাতার যাচ্ছেন কাল

প্রকাশিত: ০৮:১৪, ৫ মে ২০১৭

পররাষ্ট্রমন্ত্রী কাতার যাচ্ছেন কাল

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনদিনের সফরে আগামীকাল শনিবার কাতার যাচ্ছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসেম আল থানীর আমন্ত্রণে তিনি আগামী ৬-৮ মে কাতার সফর করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এই সফরকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলী, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দু’দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে।
×