ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৫:২৫, ৩০ এপ্রিল ২০১৭

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে খেলতে হবে বাংলাদেশের মেয়েদের। ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে আছে অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশ। চতুর্থ দলটি উত্তর কোরিয়া। এই টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও রানার্সআপ জাপান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুক্রবার রাতে ড্র হয়। ‘এ’ গ্রুপের চার দল প্রতিযোগিতার আয়োজক থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া ও লাওস। থাইল্যান্ডে আগামী ১০ সেপ্টেম্বরে চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে শেষ হবে ২৩ সেপ্টেম্বর। বাংলাদেশের খেলার তারিখগুলো হলো : ১১ সেপ্টেম্বর (উত্তর কোরিয়া), ১৪ সেপ্টেম্বর (জাপান) এবং ১৭ সেপ্টেম্বর (অস্ট্রেলিয়া)। দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। এরপর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দল এশিয়া থেকে ২০১৮ সালে উরুগুয়েতে হতে যাওয়া মেয়েদের ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপে খেলার টিকেট পাবে। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিই জিতেছিল কৃষ্ণারা। বাংলাদেশ কুস্তি দলের শুভকামনায় ওয়ালটন স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১২-২২ মে পর্যন্ত আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। অনুষ্ঠিতব্য এই গেমসে দুটি বিভাগে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ও মহিলা কুস্তি দল। তার একটি কুস্তি, অন্যটি জুরখানে। এই গেমস উপলক্ষে বাংলাদেশ কুস্তি দল গত তিনমাস ধরে প্রশিক্ষণ ক্যাম্প করছে। শেষ মুহূর্তে জুরখানের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করতে ইরান থেকে দুই কোচ এসেছেন। তারা ঐতিহ্যবাহী ইরানি পালেভানি ও জুরখানে কুস্তির জন্য বাংলাদেশের ৮ কুস্তিগীরকে প্রস্তুত করবেন। ইসলামিক সলিডারিটি গেমসের কুস্তিতে বাংলাদেশের ৪ কুস্তিগীর অংশ নেবেন। তারা আজারবাইজান যাবেন ১৪ মে। জুরখানে ক্যাটাগরিতে অংশ নেবেন ৮ খেলোয়াড়। তারা আজারবাইজান যাবেন ১৮ মে। এই প্রশিক্ষণ কার্যক্রমে ওয়ালটন গ্রুপ বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি শুভকামনা জানিয়েছে। শনিবার ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সব খেলোয়াড় ও কোচদের জার্সি, ক্যাপ ও ট্রাভেল ব্যাগ দেয়া হয়। এছাড়া বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মেজবাহউদ্দিন আজাদসহ অন্যরা।
×