ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যানো নিউরাল সার্কিট

প্রকাশিত: ০৬:৩৮, ৮ এপ্রিল ২০১৭

ন্যানো নিউরাল সার্কিট

এই পথেই পরিচালিত সাম্প্রতিক এক গবেষণার ফল হচ্ছে এমন ইলেক্ট্রনিক সার্কিট উদ্ভাবন যা দেখতে মানব মস্তিষ্কের নিউরনের জালের মতো। টুয়েন্টি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা শুরু করার জন্য ইতোমধ্যেই যোগাযোগ করা শুরু হয়েছে। আইকাব রোবোটে এই দৃষ্টান্তকে রোবটের দর্শনগ্রাহ্য ধারণার কাজে ব্যবহার করা যেতে পারে। এর জন্য তুলনামূলকভাবে সহজে বেশ কিছু কাজ সমান্তরালভাবে সম্পাদন করতে হবে। বর্তমান ব্যবস্থায় এর জন্য প্রচুর সময় ও এনার্জির প্রয়োজন হয়। স্নায়ুকোষের জালের আকারের ইলেক্ট্রনিক সার্কিট দিয়ে এই কাজগুলো করা অনেক সহজ। ভ্যান ডার ভেলদ বলেন, ‘এই সংযোগগুলো কেবলমাত্র ন্যানোস্কেলেই সম্ভব। অর্থাৎ সেটা এমন পরিসরে সেখানে বস্তুটি মাত্র গুটিকয়েক এটমের সমান পুরু। আইকাব রোবোটের সঙ্গে যুক্ত করে অনুসন্ধান করে দেখা যেতে পারে কিভাবে রোবোটের অভিজ্ঞতাগুলো এমন বস্তুর মধ্যে ধারণ করে রাখা হয় এবং কিভাবে রোবোট ন্যানো নিউরাল সার্কিটের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সূত্র ॥ সায়েন্স ডেইলি
×