ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারকদের চাকরিবিধি রাষ্ট্রপতির কাছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০০:৫২, ২৮ মার্চ ২০১৭

বিচারকদের চাকরিবিধি রাষ্ট্রপতির কাছে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা রাষ্ট্রপতির দেখা শেষ হলেই তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।গেজেট প্রকাশে মঙ্গলবার সকালে সুপ্রীমকোর্ট থেকে এক সপ্তাহ সময় পাওয়ার পর দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আমার মনে হয় না বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে। কন্ডাক্ট রুলসের (আচরণবিধি) ব্যাপারে দুই পক্ষেরই বক্তব্য ছিল, সেটা থাকা স্বাভাবিক। সেই বক্তব্যগুলো যাতে সুষ্ঠুভাবে নিরসন হয় সেই চেষ্টা করা হয়েছে। সেইভাবে এটা নিরসন হচ্ছে।“রাষ্ট্রপতির কাছে সেটা রয়েছে, তিনি এটা দেখতে চেয়েছেন, তিনি যে মুহূর্তে দেখা শেষ করে আমাদের কাছে দিয়ে দিবেন, সেই মুহূর্তেই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।”
×