ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের

সিরিজ নিশ্চিত করল ইংলিশরা

প্রকাশিত: ০৫:২৭, ৭ মার্চ ২০১৭

সিরিজ নিশ্চিত করল ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ উইন্ডিজ সফরে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল ইংলিশরা। এ্যান্টিগায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় ওয়ানডতে ৪৭ ওভার ৫ বলে ২২৫ রানে অলআউট হয় স্বাগতিক ক্যারিবীয়রা। জবাবে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইয়ন মরগানের ইংল্যান্ড। অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন তারকা ব্যাটসম্যান জো রুট। তবে বাস্তবতার বিচারে আট নম্বরে নামা ক্রিস ওকসের অপরাজিত ৬৮ রান ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার আগে ওপেনার জেসন রয় করেন ৫২ রান। স্বভাবতই ইংলিশদের এ সাফল্য তাদের দলীয় নৈপুণ্যেরই ফসল। প্রথম ম্যাচে ৪৫ রানে জিতেছিল অতিথিরা। ব্রিজটাউনে তৃতীয় ও শেষ ওয়ানডে বৃহস্পতিবার। অধিনায়ক মরগান বলেন, ‘জেসন ম্যাচের লক্ষ্যটা দেখিয়ে দিয়েছে। আমরা সকলে মিলে সেটা পূরণ করেছি। আমি ক্রিসকে বলেছিলাম সময় নিয়ে নিজেকে প্রমাণ করতে। তবে লক্ষ্য ছিল একসঙ্গে কিছু করে দেখানোর। সে সত্যিকার অর্থেই দুর্দান্ত খেলেছে। এটাই একটি ভাল দলের লক্ষণ যে আমরা একজন বা দু’জন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নই।’ ২১ ওভারে ১০৮ রানে ৩ উইকেট হারিয়েও ইংল্যান্ড রয়ের অসাধারণ হাফসেঞ্চুরির উপরেই এগিয়ে গিয়েছিল। কিন্তু তখনই ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ স্পিনাররা একে একে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আসেন। মাত্র ১৬ রানের মধ্যে ইংল্যান্ডের মিডল অর্ডারে ৪ উইকেটের পতন ঘটলে ইংলিশরা দিশেহারা হয়ে যায়। ডান-হাতি অফব্রেক বোলার এ্যাশলে নার্স ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে অভিজ্ঞ দেবেন্দ্র বিশু ৪৩ রানে তুলে নেন ২ উইকেট। সপ্তম উইকেটে ওকসকে নিয়ে রুট অপরাজিত ১০২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তার আগে অবশ্য কার্লোস ব্রেথওয়েইটের বলে বদলি ফিল্ডার রোভমান পাওয়েল লং-অনে ওকসের ক্যাচ মিস করেন। সিরিজে টিকে থাকতে এই সুযোগটা স্বাগতিকদের কাজে লাগানো উচিত ছিল। ৪৭ ওভারে মিড অফে ক্রেইগ ব্র্যাথওয়েইটের বলে হোল্ডারের হাতে আবারও জীবন পান ওকস। কিন্তু ওই সময় ইংল্যান্ড জয়ের দ্বারপ্রান্তে। ১২৭ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসে রুট মাত্র ৩টি চার মেরেছেন। তার আগে উইন্ডিজকে সম্মানজনক স্কোর এনে দেন জেসন মোহাম্মেদ ও কার্লোস ব্রেথওয়েট। দুইজনে আউট হন ব্যক্তিগত ৫০ ও ৪২ রান করে। আর গত টি২০ বিশ্বকাপের ফাইনালে ছক্কা হাঁকানো ক্রেইগ ব্রেথওয়েট ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। ইংলিশদের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৩, স্টিভেন ফিন ও আদিল রশিদ নেন ২টি করে উইকেট। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ২২৫/১০ (৪৭.৫ ওভার; ক্রেইগ ব্রেথওয়েট ৪২, লুইস ৮, পাওয়েল ৯, হোপ ১৬, জেসন ৫০, কার্টার ৩৯, হোল্ডার ১৫, কার্লোস ব্রেথওয়েট ২৩, নার্স ১৩, বিশু ০*, গ্যাব্রিয়েল ১; ফিন ২/৩৮, ওকস ০/২৬, প্লাঙ্কেট ৩/৩২, স্টোকস ১/২৯, রশিদ ২/৫৩, মঈন ১/৪৪) ইংল্যান্ড ২২৬/৬ (৪৮.২ ওভার; রয় ৫২, বিলিংস ০, রুট ৯০*, মরগান ৭, স্টোকস ১, বাটলার ০, মঈন ৩, ওকস ৬৩*; গ্যাব্রিয়েল ১/১৭, হোল্ডার ০/৪৬, কার্লোস ব্রেথওয়েট ০/৩৮, বিশু ২/৪৩, নার্স ৩/৩৫,স জেসন ০/১৫, ক্রেইগ ব্রেথওয়েট ০/২২, কার্টার ০/১০)। ফল ॥ ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ জো রুট (ইংল্যান্ড) সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে
×