ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই ॥ সীতাকুণ্ডে বাদ ৮ জন যোগ ২৬ জন

প্রকাশিত: ২০:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই ॥ সীতাকুণ্ডে বাদ ৮ জন যোগ ২৬ জন

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড(চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই শেষ হয়েছে। বাচাইকালে গেজেটেভূক্ত স্থগিত থাকা ২৫ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। তারমধ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাইয়ের সব শর্ত সর্বসম্মতিক্রমে পূরণ করায় ১৭জন সঠিক বলে গণ্য করেন ও ৩ জনের আবেদন কমিটির সদস্য কতৃক নামঞ্জুর করা হয় এবং ৫ জনের নাম সদস্যগণ দ্বিমত পোষণ করেন। একইভাবে নতুন অনলাইনে আবেদন করেন মোট ১৩৯ জন, তারমধ্যে অংশগ্রহণ করেন ৮৩ জন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ২৬ জনের নাম সর্বসম্মতিক্রমে মঞ্জুর করা হয় এবং ৪৮ জনের আবেদন নামঞ্জুর করেন ও ৮ জনের আবেদন কমিটি দ্বিমত পোষণ করেন। যুদ্ধকালীন থানা কমান্ডার বিএলএফ ইউসুফ সালাউদ্দিন আহমেদ‘র সভাপতিত্বে যাচাই-বাচাই কমিটির সদস্য ছিলেন অপর থানা কমান্ডার এফএফ কাজি সিরাজুল আলম, সরওয়ার কামাল দুলু, নূর আহাম্মদ, মো.আলিম উল্ল্যাহ ও হাবিবুর রহমান।
×