ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এতিমদের মাঝে ডিম বিতরণ

প্রকাশিত: ০৪:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

এতিমদের মাঝে ডিম বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে দু’দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা ক্যাম্প ও স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে তিন শতাধিক এতিম ও প্রতিবন্ধী শিশুর মাঝে দুধ, ডিম দেয়া হয়। সদর উপজেলার শিশু পরিবারে ৫০ এতিম শিশুকে ২৫ কেজি দুধ এবং আসাদুজ্জামান বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রায় ২৫০ শিশুর মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। এছাড়া মধ্যকুমরপুর দাখিল মাদ্রাসা মাঠে সহস্রাধিক গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি, কবুতরের বিন্যামূল্যে তরকা, পিপিআর, রানিক্ষেত, ডাকপ্লেগ, কৃমিনাশক ওষুধসহ বিভিন্ন রোগের টিকা বিনা মূল্যে দেয়া হয়। টিফিন বক্স বিতরণ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৭ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে টিফিন বক্স বিতরণ ও মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার এসবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহির রায়হান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস. দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তৌফিকুর রহমান, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জহির রায়হানসহ অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স ও টিফিন তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।
×