ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেরেসা মের ঘোষণা শীঘ্রই

ব্রিটেনে ইইউ অভিবাসীদের অবাধ চলাচল মার্চেই শেষ

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ব্রিটেনে ইইউ অভিবাসীদের অবাধ চলাচল মার্চেই শেষ

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আগামী নতুন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসীদের জন্য অবাধ চলাচলের অবসান ঘোষণা করতে যাচ্ছেন। যেদিন তিনি ব্রিটেনের ইইউ ত্যাগ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর ঘোষণা দেবেন, সেদিনই তিনি সেই অবাধ চলাচলের ওপর বাধা আরোপ করবেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। প্রধানমন্ত্রী সম্ভবত ঘোষণা করবেন যে, তিনি লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ মোতাবেক ওই আলোচনা শুরুর পর ব্রিটেনে আসবেন এমন সব ইইউ নাগরিক আর আপনা আপনিতেই যুক্তরাজ্যে স্থায়ীভাবে অবস্থান করার অধিকার পাবেন না। এর বদলে ব্রিটেনের ইইউ ত্যাগের পর তারা বিভিন্ন বাধানিষেধ সাপেক্ষ হবেন। এতে তারা নতুন ভিসা ব্যবস্থার অধীন হতে পারেন এবং তাদের সুযোগ-সুবিধা সংকোচন করা হতে পারে। মে ঘোষণা করতে পারেন যে, ‘কাট আউট ডেটের’ আগে যুক্তরাজ্যে পৌঁছেছেন এমন ইইউ অভিবাসীদের অধিকার ততদিনই রক্ষা করা হবে, যতদিন ইউরোপের অন্যত্র বসবাসরত ব্রিটিশ নাগরিকদের একই নিষ্ক্রিয়তা দেয়া হয়। ঘোষণার অর্থ হলো, ইইউ অভিবাসীদের জন্য ‘কাট-আউট ডেট’ সম্ভবত ১৫ মার্চের আশপাশে পড়বে। তখন ৫০ অনুচ্ছেদ সম্পর্কিত সরকারী বিল পার্লামেন্টে গৃহীত হবে। বেক্সিটপন্থী কনজারভেটিভ এমপি লেইন ডানকান স্মিথ বলেন, মে যে যুক্তরাজ্যে এরই মধ্যে বসবাসরত ৩৬ লাখ ইইউ অভিবাসীকে ভবিষ্যত সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়ে ব্রিটেনের সীমান্তের নিয়ন্ত্রণ গ্রহণ করছেন, এটিই ঘোষণায় দেখা যাবে। প্রধানমন্ত্রী ওই ইস্যুতে দ্রুত এক চুক্তিতে পৌঁছতে ইইউর অন্যান্য দেশের প্রতি আবেদন করবেন বলে মনে হয়, যাতে ইস্যুটিকে বেক্সিট আলোচনা থেকে যথাশীঘ্রই সরিয়ে ফেলা যায়। এ আবেদনের প্রেক্ষিতে মের সঙ্গে ইইউর মতবিরোধ দেখা দিতে পারে। ইইউ ‘কাট আউট ডেট’ ২০১৯ সাল পর্যন্ত বিলম্ব করতে মের ওপর চাপ দিচ্ছে। কিন্তু মন্ত্রীরা উদ্বেগ ব্যক্ত করেছেন যে, কাট আউট ডেট ঘোষণা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বিলম্ব করা হলে বেক্সিটের আগেই যুক্তরাজ্যে পৌঁছবে এমন ইইউ অভিবাসীদের সংখ্যা বিরাটভাবে বৃদ্ধি পাবে। এক সরকারী সূত্রে বলা হয়, আমাদের কাছে কিছু তথ্য ছিল যে, বেক্সিটের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে, কেউই ব্রিটেন পৌঁছুক না কেন, তার নিরাপত্তা দিতে আমাদের বাধ্য করতে ইউরোপীয় কমিশন চেষ্টা করতে পারে। যদি আমরা সেই দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করি, তবে রোমানিয়া ও বুলগেরিয়ার অর্ধেকই ব্রিটেনে এসে পড়বে। ইইউর অন্যান্য দেশের বসবাসরত ১২ লাখ ব্রিটিশ নাগরিকের জন্য কাট আউট ডেট শেষ পর্যন্ত ব্রাসেলসই স্থির করবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রধান আলোচক আভাস দেন যে, ইইউ ব্রিটিশদের ইউরোপীয় নাগরিকত্ব গ্রহণ ও বজায় রাখতে ব্যক্তিগতভাবে প্রস্তাব দেবে।
×