ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন ও মিত্রবাহিনীর অভিযানে ৬০ হাজার জঙ্গী নিহত

প্রকাশিত: ০৪:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন ও মিত্রবাহিনীর অভিযানে ৬০ হাজার জঙ্গী নিহত

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে নিযুক্ত বাহিনীর প্রধান মঙ্গলবার দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী ৬০ হাজারেরও বেশি আইএস জঙ্গীকে হত্যা করেছে। কমান্ডার জেনারেল রেমন্ড টনি টমাস মেরিল্যান্ডের এক সিমপোজিয়ামে এ কথা বলেন। নেভি সিল ও আর্মি গ্রিনবেরেটসহ আমেরিকার এলিট স্পেশাল অপারেশন্সের সৈন্যদের দায়িত্বপ্রাপ্ত এই জেনারেল বিভিন্ন দেশে জঙ্গীদের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মার্কিন বিশেষ বাহিনী। গুরুত্বপূর্ণ জঙ্গী নেতাদের হত্যা করতেও এসব বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। জেনারেল টমাসের দেয়া এ নিহতের সংখ্যা সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেয়া সংখ্যা থেকে অনেক বেশি। -সিএনএন রাখাইনে সামরিক অভিযান সমাপ্ত ॥ মিয়ানমার রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারে রাখাইন রাজ্যে চার মাস ধরে চলা সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া নিরাপত্তা উপদেষ্টা থাং টুনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘উত্তর রাখাইনের পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। সামরিক বাহিনীর শুরু করা ক্লিয়ারেন্স অপারেশন শেষ হয়েছে, সান্ধ্য আইন শিথিল করা হয়েছে এবং শান্তি বজায় রাখার জন্য সেখানে শুধু পুলিশ উপস্থিত আছে।’ মিয়ানমারের প্রেসিডেন্ট দফতরের দুই উর্ধতন কর্মকর্তা ও দেশটির তথ্য মন্ত্রণালয়ও উত্তর রাখাইনে সামরিক অভিযান শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে, কিন্তু ওই এলাকার ‘শান্তি ও নিরাপত্তা’ বজায় রাখার স্বার্থে সামরিক বাহিনী অবস্থান করছে বলে তারা জানিয়েছে। এই বিষয়ে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি মিয়ানমারের সামরিক বাহিনী। খবর ওয়েবসাইট। ৯ অক্টোবর বাংলাদেশের সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ নিহত হওয়ার পর এই অভিযান শুরু করা হয়েছিল।
×