ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ডে পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৪:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

স্টামফোর্ডে পুরস্কার বিতরণী

বৃহস্পতিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ইকনোমিক্স এসে রাইটিং কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় প্রতিযোগীদের লিখিত রচনা জমাদানের মাধ্যমে। সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট দশ প্রতিযোগী মূল পর্বের জন্য নির্বাচিত হয়, যা অনুষ্ঠিত হয় ১৪ জানুয়ারি। ছাত্রছাত্রীদের মাঝে বাস্তবিক জ্ঞানের চর্চা, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে গঠনমূলক ও সৃষ্টিশীল চিন্তাভাবনার পাশাপাশি লেখনীর দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ড সদস্য রুমানা হক রিতা। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি
×