ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বসতি স্থাপন

ইসরাইলী পার্লামেন্টে আইন পাস ॥ ফিলিস্তিনের নিন্দা

প্রকাশিত: ০৩:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ইসরাইলী পার্লামেন্টে আইন পাস ॥ ফিলিস্তিনের নিন্দা

ইসরাইলী পার্লামেন্ট বসতি নির্মাণ সংক্রান্ত একটি বিতর্কিত আইন পাস করেছে। এ আইন পশ্চিম তীরে ফিলিস্তিনীদের ব্যক্তিমালিকানার জমিতে তৈরি চার হাজার ইহুদী বসতি স্থাপনকারীর বাড়িঘর তৈরিকে বৈধতা দেবে। পার্লামেন্টে এ বিলের পক্ষে ৬০ জন এবং বিপক্ষে ৫২ জন সদস্য ভোট দেন। খবর এএফপির। নতুন এ আইন পশ্চিম তীরে বসতি নির্মাণের জন্য অধিকৃত ফিলিস্তিনী জমির মালিকদের অর্থ কিংবা বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয়টিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি বারাক ওবামার তুলনায় অনেকটাই নরম। এ ব্যাপারে ব্যাপক আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ট্রাম্পের এমন অবস্থানের সুযোগকে কাজে লাগাতেই এ আইন পাস করল ইসরাইল।
×