ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতা বাতিল করা সহজ হবে না ॥ পল রায়ান

প্রকাশিত: ০৩:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

পরমাণু সমঝোতা বাতিল করা সহজ হবে না ॥ পল রায়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিলেও এ সমঝোতা বাতিল করা সহজ হবে না বলে মনে করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার পল রায়ান। খবর ইরনার। তিনি এনবিসি টেলিভিশনের টক শো- মিট দ্য প্রেসে অংশগ্রহণ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ব্যাপক প্রচেষ্টার ফলে যে সমঝোতা হয়েছে তা হুট করে বাতিল করে দেয়া সম্ভব হবে না। রায়ান বলেন, টুথপেস্টের একটা বড় অংশ এরই মধ্যে টিউব থেকে বেরিয়ে গেছে। একইসঙ্গে তিনি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধিতা করতেও ভুল করেননি। প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, আমি কখানোই এই সমঝোতাকে সমর্থন করিনি। আমার মতে এটা ছিল একটা মস্তবড় ভুল, কিন্তু অনেকগুলো দেশ মিলে এ সমঝোতায় পৌঁছে যায়। পল রায়ান আরও বলেন, সবাই মিলে যে সমঝোতাটি করে ফেলেছে আমার মনে হয় না আপনি তা বাতিল করতে পারবেন।
×