ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আধুনিক মায়া গ্রাম!

প্রকাশিত: ০৪:০২, ৬ জানুয়ারি ২০১৭

আধুনিক মায়া গ্রাম!

প্রাচীন মায়া সভ্যতার রেশ আজও রয়ে গেছে দক্ষিণ মেক্সিকোর একটি গভীর জঙ্গলে। ল্যাকানডন নামে পরিচিত মায়া জনগোষ্ঠীর সাত শ’ লোক জঙ্গল ঘিরে রাখা গ্রামাঞ্চলে বসবাস করে ও প্রাচীন ঐতিহ্য-সংস্কৃতি-ভাষাকে টিকিয়ে রেখেছেন। মেক্সিকোর চিয়াপাস রাজ্যের পার্বত্যাঞ্চলের ল্যাকঞ্জা সানসেয়াব নামে মায়া গ্রামটির অবস্থান গুয়াতেমালার দক্ষিণ সীমান্তের কাছাকাছি। উসুমাকিন্তা নদী ও এর উপনদী বয়ে গেছে গ্রামটির মেক্সিকান পাশ বরাবর। স্থানীয় আদিবাসী জাতিগুলোর অধিকাংশ বিচ্ছিন্ন ও সাংস্কৃতিকভাবে রক্ষণশীল। প্রায় পাঁচ শ’ বছর ধরে ওই জঙ্গলে বসবাস করে ল্যাকনডন মায়ারা। -সাউদার্ন ব্লিজ
×