ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্যামসুন্দর সিকদার

অনুভবে নিরন্তর রক্ত ঝরে

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৬

অনুভবে নিরন্তর রক্ত ঝরে

আমার এক হাত কাটলে অন্য হাতেও ব্যথা অনুভব করি, কারো অঙ্গ হতে রক্ত ঝরা দেখলে নিরন্তর রক্ত ঝরে আমার অনুভব হতে। কিন্তু আমি তো রক্ত প্রবাহ থামাতে জানি না! তাই হৃদয়ের ব্যথা উপশম হবে কি করে? এ কথা ভাবতেই আরও বেশি কষ্ট পাই। এখন চারদিকে শুধু রক্তের ধারা বইছে, এখন কিছু মানুষের বেঁহুশীপনা দেখে দেখে আমিও যেন বেঁহুশ হয়ে যাই অবাক-বিস্ময়ে! কী করে এত সহজে একজন মানুষ পারে- অন্য জনের রক্ত ঝরাতে কিংবা প্রাণ নিতে? এসব দেখে দেখে আমার হৃদয় থেকে রক্ত ঝরে; আর কেবলই মনে হয়, এখন হয়ত বেঁহুশ হয়ে থাকতে পারলেই বরং বেশি ভাল হতো! কারণ তখন হয়ত- হৃদয়ের রক্তক্ষরণ হতো না নীল-বেদনার অনুভব হতে, আর তখন মনের মৃত্যু ভয় হতে অন্তত মুক্তি পাওয়া যেত!!
×