ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঘারপাড়ায় নারিকেল চাষে কৃষি বিভাগের নতুন উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫৯, ২৩ ডিসেম্বর ২০১৬

বাঘারপাড়ায় নারিকেল চাষে কৃষি বিভাগের নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নারিকেল চাষে কৃষি সম্প্রসারণ অধিদফতর নতুন উদ্যোগ নিয়েছে। চলতি বছরে ভিয়েতনাম থেকে সংগ্রহ করেছে খাটো জাতের নারিকেলের চারা। খাটো এ জাতের নারিকেলের চাষ বৃদ্ধিতে কৃষক পর্যায়ে চারা বিতরণ করছে। এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতর একটি প্রকল্প হাতে নিয়েছে। ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ নামের এ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় ৬০ জন কৃষককে ১২০টি নারিকেলের চারা দেয়া হয়। এ উপলক্ষে বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যশোর হার্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চ-িদাস কুন্ডু, যশোর হার্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিনয় কুমার সাহা, বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ আবিদা মানসুরা। উপস্থিত কর্মকর্তা কৃষকেদের বলেন, ভিয়েতনাম থেকে সংগৃহীত এ নারিকেলের জাতের নাম সিয়াম গ্রীন। নির্দেশনা অনুযায়ী পরিচর্যা করলে চারা রোপণের তিন বছরের মধ্যে নারিকেল পাওয়া যাবে। ভিয়েতনামে খাটো এ জাতের একটি বয়স্ক গাছ দশ থেকে পনের ফুট লম্বা হয়। গাছ খাটো হওয়ায় এর পরিচর্যা অনেক সহজ। সব থেকে বড় সুবিধা হচ্ছে প্রয়োজন মুহূর্তে মহিলারাও এ গাছ থেকে অতি সহজে নারিকেল পাড়তে পারবে। হতাহত চাতাল শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ দাবি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার রানীগঞ্জ কালু হাজীর মিলে বয়লার বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে চাতাল ও চালকল শ্রমিক সহায়তা কমিটি সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল রাজ চৌধুরী। তিনি দিনাজপুর রানীগঞ্জ কালু হাজীর মিলে বয়লার বিস্ফোরণজনিত ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। অভিযোগ ও তথ্যমতে, দিনাজপুরের রাইস মিল মালিকরা নিম্নমানের বয়লার ব্যবহার করার কারণে বয়লার বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনা অহরহ ঘটছে এবং এ জন্য শ্রমিক মৃত্যুও বাড়ছে। গত কয়েক বছরে দিনাজপুরে বয়লার বিস্ফোরণজনিত ঘটনায় ২০ জন শ্রমিক মারা গেছেন। নারী নির্যাতন রোধে অনুষ্ঠান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২২ ডিসেম্বর ॥ ‘নারীর প্রতি সহিংসতা আর নয়, ১৮ বছরের আগে বিয়ে নয়, নারী নির্যাতন প্রতিরোধ করি, যৌতুকমুক্ত সমাজ গড়ি’-এ সেøাগানে শেরপুরে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে একটি নাগরিক সংগঠন। বুধবার রাতে শহরের নবীনগর হাজীর মোড়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে বাল্যবিয়ে-যৌতুক ও নারী নির্যাতনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করা হয়। সাইক্লোন সেল্টার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ ডিসেম্বর ॥ নুরাইনপুর অগ্রণী বিদ্যাপিঠের নতুন সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্কুল ভবনের উদ্বোধন করেন। সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ হুইপের এপিএস আনিছুর রহামান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।
×