ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার টিভি চ্যানেলের সামনে এফটিপিওর অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০৬:১৩, ১৮ ডিসেম্বর ২০১৬

চার টিভি চ্যানেলের সামনে এফটিপিওর অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ ডাবকৃত বিদেশী সিরিয়াল এখনও প্রচার বন্ধ না করায় চার টেলিভিশন চ্যানেলের সামনে অবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছে শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। এ ছাড়াও পাঁচ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। আন্দোলনের অংশ হিসেবে কাল সোমবার সকাল ১১টায় বেসরকরী টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সামনে অবস্থান নিবে সংগঠনটি। এরপরের দিন ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় একুশে টেলিভিশন চ্যানেলের সামনে অবস্থান নিবে শিল্পী ও কলাকুশলীদের এই সংগঠন। কর্মসূচীর অংশ হিসেবে ২৮ ডিসেম্বর বুধবার একইসময়ে এসএ টিভির কার্যালয়ের সামনে ও ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার মাছরাঙা টেলিভিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেবে এফটিপিও। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব গাজী রাকায়েত, অভিনেতা আহসান হাবীব নাসিম, প্রযোজক আলী বশির, নির্মাতা মেজবাউর রহমান সুমন প্রমুখ। আগের পাঁচ দফা দাবীর সঙ্গে সংবাদ সম্মেলনে আরও বেশ কিছু দাবি উত্থাপন করেন এফটিপিও’র নেতারা। তাদের নতুন দাবিগুলো হচ্ছে- বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে গ্রহণযোগ্য সময়সীমা নির্ধারণ, নাটকের বাজেট যৌক্তিক হারে বৃদ্ধি, কপিরাইট আইন বহাল রাখা, যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রিভিউ কমিটি গঠন, বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ভুল ও যথাযথ টিআইপি ব্যবস্থা চালু করা, ভারতে বাংলাদেশের চ্যানেল চালু করা ও তাদের সকল ডাউন লিংক ফি’র সাথে এদেশের চ্যানেল ডাউন লিংকের যে অসম ফি আছে তা অপসারন করা ও এফটিপিওকে সরকারীভাবে স্বীকৃতি দেয়া। প্রসঙ্গত, দেশের বেসরকারী টেলিভিশন চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশী সিরিয়াল বা অনুষ্ঠান প্রচার বন্ধকরণ, অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সীর হস্তক্ষেপ ছাড়া সরাসরি চ্যানেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে ওআইটি’র ন্যূনতম ও যৌক্তিক হার পুন:নির্ধারণ, দেশের টেলিভিশন চ্যানেলে বিদেশী শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করা, ডাউন লিংক ফিড/ চ্যানেলের মাধ্যমে বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচার বন্ধকরণ এই পাঁচ দফা দাবিতে গত ৩০ নবেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সমাবেশ করে টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীদের জোটভুক্ত সংগঠন এফটিপিও।
×