ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শফিক রেহমানের জামিন লাভ

প্রকাশিত: ০৮:৩০, ১৫ ডিসেম্বর ২০১৬

শফিক রেহমানের জামিন লাভ

কোর্ট রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের জামিন মঞ্জুর হলো। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আপিল বিভাগের জামিন বিচেনার নির্দেশনা থাকায় এই জামিন মঞ্জুর করেন। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী এর আগে এদিন সকাল ১১টায় উক্ত আদালতে আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী তিনি আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তার ওই জামিন মঞ্জুর করেন। মামলাটিতে শফিক রেহমান গত ৩১ আগস্ট সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে তিন মাসের জামিন পান। ওই তিন মাসের জামিনের মেয়াদ শেষ হওয়ায় জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আপিল বিভাগে আবেদন করা হলে আপিল বিভাগ সিএমএম আদালতে আত্মসর্পণ করে জামিন চাইতে বলেন। ওই নির্দেশ অনুসারে শফিক রেহমান বুধবার আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন। একই মামলার আরেক আসামি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানও জামিনে রয়েছেন। আসামি পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদারসহ প্রমুখ জামিন আবেদনের শুনানি করেন।
×