ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেশিন পরিষ্কার করতে গিয়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:২২, ১৩ ডিসেম্বর ২০১৬

মেশিন পরিষ্কার করতে গিয়ে শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ ডিসেম্বর ॥ সাভারে একটি মবিল কারখানায় মেশিন পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। সোমবার সকল আটটার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায়“মিন অয়েলস্ লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জাকির হোসেন (৩২)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। কারখানার সহকারী প্ল্যান্ট অফিসার শহিদুল ইসলাম জানান, সকালে কারখানার ভেতরে ভ্যাসেল মেশিন পরিষ্কার করতে মেশিনের সিঁড়িতে নামে শ্রমিক ঝন্টু (৩৫)। এ সময় সে পা পিছলে মেশিনের নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করতে মেশিনের নিচে নামে কারখানার সহকারী সুপারভাইজার জাকির হোসেন ও সুপারভাইজার গোলাপ মিয়া। এ সময় তারা মেশিনের ভেতরে অজ্ঞান হয়ে পড়লে কারখানার অন্য কর্মকর্তারা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জাকির মারা যায়। অপর দুজনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি ভর্তি রয়েছে। এদিকে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি কারখানার অন্য শ্রমিকরা জানতে পেরে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। বাদ্যযন্ত্র প্রদান নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১২ ডিসেম্বর ॥ মহান বিজয় দিবস উপলক্ষে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার কালকিনি স্থানীয় প্রেসক্লাবে একটি হারমনিয়াম ও দুইটি তবলা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। সোমবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এইচ এম মিলন ও সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাফরুল হাসানের হাতে এ বাদ্যযন্ত্র তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, ফয়সাল, সাংবাদিক রফিকুল ইসলাম মিন্টু, হারুন অর রশিদ, আকন মোশারফ হোসেন ও আবির হাসান পারভেজ প্রমুখ। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ ডিসেম্বর ॥ সোমবার বেলা পৌনে ১১টায় সদর মডেল থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে শীতার্ত সম্বলহীন মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মোঃ রকিবুল আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সামিউল আলম প্রমুখ।
×