ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শহরের ৮২ শতাংশ শিশু নির্যাতনের শিকার

প্রকাশিত: ০৬:১৫, ১২ ডিসেম্বর ২০১৬

শহরের ৮২ শতাংশ  শিশু নির্যাতনের  শিকার

স্টাফ রিপোর্টার ॥ দেশের শহরাঞ্চলের ১ থেকে ১৪ বছর বয়সী ৮২ শতাংশের বেশি শিশু মানসিক অথবা শারীরিক নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। দেশের সাতটি বিভাগীয় শহরের শিশুদের অবস্থা নিয়ে এই জরিপ চালানো হয়। রবিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘চাইল্ড ওয়েল বিইং সার্ভে ইন আরবান এরিয়া অব বাংলাদেশ ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে জরিপের ফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আবদুল ওয়াজেদ এবং ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জিয়ান কফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দেশের শহরাঞ্চলের ২০ হাজার বাড়িতে এই জরিপ চালানো হয়।
×