ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ভাগ্য নির্ধারণী লড়াইয়ে নেপোলি, বেনফিকা, বেসিকটাস, এ্যাটলেটিকোর বিপক্ষে বেয়ার্নের প্রতিশোধের ম্যাচ

আজ রাতে মাঠে নামছে বার্সিলোনা, ম্যানসিটি

প্রকাশিত: ০৬:২২, ৬ ডিসেম্বর ২০১৬

আজ রাতে মাঠে নামছে বার্সিলোনা, ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বের ৩২ দল থেকে নকআউট পর্বে উঠে আসবে ১৬টি দল। শেষ গ্রুপ ম্যাচের আগেই ইতোমধ্যে ১২টি দল সেরা ষোলোর টিকেট নিশ্চিত করেছে। আজ ও আগামীকাল রাতে বাকি চারটি দলের ভাগ্য নিশ্চিত হবে। এরমধ্যে আজ রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে দু’টি দল। এ লক্ষ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ডায়নামো কিয়েভ-বেসিকটাস ও বেনফিকা-নেপোলি। এই গ্রুপ থেকে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু কেউ নিশ্চিত করতে পারেনি পরের পর্বে। আজ রাতে শেষ ম্যাচের ফলাফলের পরই জানা যাবে কোন্ দু’টি দল নকআউটে উঠে আসবে। ৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার তিনে থাকলেও সুবিধাজনক অবস্থানে আছে তুরস্কের ক্লাব বেসিকটাস। কেননা শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দর্বল দল ইউক্রেনের ডায়নামো কিয়েভ। প্রথম লেগে তাদের মাঠে ১-১ গোলে ড্র করলেও এবার জয় ছাড়া কিছুই ভাবছে না তুর্কী ক্লাবটি। জিতলেই নকআউট পর্বের টিকেট পাবে তারা। সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে চায় না তারা। অন্যদিকে ৮ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে নেপোলি ও বেনফিকা। দু’টি দল শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি। যারা জিতবে তারাই উঠে যাবে পরের রাউন্ডে। হেরে গেলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে আরেক ম্যাচে হারতে হবে বেসিকটাসকে। ড্র করলে দু’টি দলই উঠে যেতে পারে পরের পর্বে। তবে সবকিছু নির্ভর করছে দু’টি ম্যাচের ফলাফল ও গোলের ওপর। এ কারণে ম্যাচ দু’টি যে উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি হতে চলেছে তা নিশ্চিত করেই বলা যায়। ‘বি’ গ্রুপ বাদে এ, সি ও ডি গ্রুপের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে আগেই। শেষ ম্যাচে দলগুলো মাঠে নামছে গ্রুপের অবস্থান নির্ধারণের লক্ষ্যে। ‘এ’ গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করেছে আর্সেনাল ও পিএসজি। দল দু’টি শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামছে আজ রাতে। প্যারিসে লুডোগেরেটস রাজগার্ডের মুখোমুখি পিএসজি। আর বাসেলের জ্যাকব পার্কে সুইস ক্লাব এফসি বাসেলের বিরুদ্ধে লড়বে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ‘সি’ গ্রুপে সেরা ষোলো নিশ্চিত করেছে বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, কাতালানরা গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে। শেষ গ্রুপ ম্যাচে ন্যুক্যাম্পে বার্সার প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডব্যাচ। আর ইতিহাদে স্কটিশ ক্লাব সেল্টিকের বিরুদ্ধে লড়বে ম্যানসিটি। পাঁচ ম্যাচের সবকটিই জিতে ‘ডি’ গ্রুপে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। দুইয়ে থেকে বেয়ার্ন মিউনিখও পরের পর্বে নাম লিখিয়েছে। এ দু’দল আজ রাতে মুখোমুখি। ভিসেন্টে ক্যালডেরনে প্রথম লেগে জার্মান পরাশক্তিদের হারিয়েছিল স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো। এবার ফিরতি লেগে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় প্রতিশোধের সুযোগ বেয়ার্নের। ম্যাচটি জয়ের লক্ষ্যেই মাঠে নামছে কার্লো আনচেলোত্তির দল। অন্যদিকে ইউরোপ সেরার লড়াইয়ে দারুণ ছন্দে থাকা এ্যাটলেটিকোও চায় গ্রুপ পর্বে শতভাগ সাফল্য। দলটির কোচ দিয়াগো সিমিওনে বলেন, চ্যাম্পিয়ন্স লীগে দল ভাল খেলছে। আমাদের অবস্থান ঠিক হয়ে গেছে। তবু নকআউটের আগে শেষ ম্যাচটি জিততে চায়। বেয়ার্ন কোচ বলেন, আমাদের পারফর্মেন্সের ধারাবাহিকতা নেই। তবে নকআউট পর্বে খেলার আগে এই ম্যাচটি জিততে চায়। এতে করে দলের মনোবল আরও বাড়বে। ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ১২টি দল। দলগুলো হলোÑ আর্সেনাল, এ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সিলোনা, বেয়ার লেভারকুসেন, বেয়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, লিচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি, মোনাকো, প্যারিস সেইন্ট-জার্মেইন ও রিয়াল মাদ্রিদ। আর বাদ পড়া নিশ্চিত হয়েছে বাসেল, বরুশিয়া মনশেনগ্লাডব্যাচ, সেল্টিক, ক্লাব ব্রুগে, সিএসকেএ মস্কো, ডায়নামো জাগরেব, ডায়নামো কিয়েভ, লেজিয়া ওয়ারশ, লুডোগোরেটস রাজগার্ড, পিএসভি আইন্দহোভেন, রোস্টভ, স্পোর্টিং লিসবন ও টটেনহ্যাম হটস্পার।
×