চোরাকারবারী ও সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত আনসার সদস্য মোঃ ফিরোজ হোসাইন (৩৫) মারা গেছেন। গত ১৫ নবেম্বর বেনাপোল স্থলবন্দর এলাকায় টহল দেয়ার সময় একদল চোরাকারবারি ও সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে ফিরোজ হোসাইনকে আঘাত করে।
আহত আনসার সদস্যকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান ফিরোজ।
বৃহস্পতিবার তার মরদেহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতরে আনা হয় এবং তার জানাজা অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি।