ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদের পরিবর্তে রুবেল, আলআমিন, রাব্বির মধ্যে যে কোন একজন বিবেচনায়

নতুন খেলোয়াড়ের সন্ধানে নির্বাচকরা

প্রকাশিত: ০৬:০৫, ২৯ নভেম্বর ২০১৬

নতুন খেলোয়াড়ের সন্ধানে নির্বাচকরা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতি বছরই বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) নতুন কিছু খেলোয়াড়কে পরিচিত করিয়ে দেয়। আগের তিনটি আসর থেকেই এমনটা দেখা গেছে। সে কারণে এবার বিপিএলের চতুর্থ আসরের দিকেও নতুনদের দিকে বেশি মনোযোগ জাতীয় দলের নির্বাচকদের। তারা সবসময় অপেক্ষায় থাকেন নতুন কোন খেলোয়াড় ভাল করছে কিনা সেটা দেখতে। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এমনটাই জানালেন। ইতোমধ্যে এমন কয়েক নতুনকে চোখে পড়েছে তার। তবে বিপিএল শেষেই পারফর্মেন্স অনুসারে সেটা মূল্যায়ন করতে চান বলে জানিয়েছেন। বিপিএল শেষেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য আগেভাগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। কিন্তু পেসার মোহাম্মদ শহীদ হুট করে ইনজুরিতে পড়ায় তার পুরো সিরিজে খেলাই অনিশ্চিত হয়ে গেছে। তার পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে থাকা রুবেল হোসেন, আলআমিন হোসেন বা কামরুল ইসলার রাব্বির মধ্যেই কাউকে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন হাবিবুল। চলতি বিপিএলের শুরুর দিকে তেমন ভাল করতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু ক্রমেই তারা নিজেদের ফিরে পেয়েছেন। এই মুহূর্তে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যাটে-বলে সেরা অবস্থানেই আছেন। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘জাতীয় দলের যারা মূল ক্রিকেটার সবাই কিন্তু কম-বেশি ভাল করছে। কেউই কিন্তু খারাপ করছে না। সঙ্গে কিছু নতুন খেলোয়াড় আছেন তারাও ভাল করছেন। বিপিএলের সবচেয়ে ভাল দিক নতুন কিছু খেলোয়াড় বেরিয়ে আসে।’ প্রতিবারই বিপিএল নতুন কিছু খেলোয়াড়কে চিনিয়ে দেয়। এবারও বেশ কয়েকজন অচেনা ক্রিকেটার নিজেদের চিনিয়েছেন ভালভাবে। তীক্ষè দৃষ্টি রেখেছেন নির্বাচকরা। মূলত নতুন কোন খেলোয়াড় ভাল করছে সেটা খুঁজে পেতেই এই মনোযোগ। কারণ ভবিষ্যত পাইপলাইনটা তৈরি করতে হবে। এ বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বলেন, ‘আমি আসলে বিপিএলে নতুন খেলোয়াড়দের পারফর্মেন্সের দিকেই তাকিয়ে থাকি। জাতীয় দলের খেলোয়াড়রা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছেন, করছেন এবং করবেনও। আমি ব্যক্তিগতভাবে তাকিয়ে থাকি নতুন কোন্ খেলোয়াড়টা উঠে এলো। বিপিএলের প্রতিটি আসরই পাইপলাইনে কিছু না কিছু খেলোয়াড় যোগান দেয়। আমি আসলে এদিকেই তাকিয়ে থাকি।’ ইতোমধ্যেই চলতি আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে মনে ধরেছে নির্বাচকদের। তবে এখনই তাদের বিষয়ে কিছু বলতে চান না হাবিবুল। তিনি বলেন, ‘নামগুলো আমি বলতে চাচ্ছি না। বিপিএল পুরোটা দেখতে চাই। আগেই নাম বলাটা সমীচীন মনে করি না। পুরো টুর্নামেন্ট শেষ হলেই মূল্যায়ন করতে পারব বিপিএল থেকে আমরা কাকে পেলাম, কাকে ভবিষ্যতের জন্য ভাবব।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজের জন্য ২২ জনের প্রাথমিক দল এবং ৯ জনের স্ট্যান্ডবাই ঘোষণা হয়েছে। সেখানে অদল-বদল হওয়ার বেশ ভাল সম্ভাবনাই আছে। আর নিশ্চিতভাবেই ইনজুরিতে পড়া শহীদের পরিবর্তে আরেক পেসারকে দলে নিতে হবে নির্বাচকদের। তবে শহীদের বিকল্প খোঁজা নিয়ে তেমন দুশ্চিন্তা নেই নির্বাচকদের। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘অনেকের নামই আছে। যেমন রাব্বি আছে, আল আমিন আছে, রুবেল আছে। সবাই কিন্তু ভাল বোলিং করছেন। একটা ভাল বিষয় যে আমাদের হাতে বিকল্প আছে অনেক। যাকেই বেছে নেই ভাল করবে।’ তবে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য যাওয়ার মাত্র ১২ দিন আগে দুর্দান্ত ফর্মে থাকা শহীদের ইনজুরিটা বড় একটা আফসোস বাংলাদেশের জন্য। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক শহীদের জন্য। আমারও খুব খারাপ লাগছে। খুব ভাল বল করছিল, ফর্মে ছিল সে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেনি। ওর পরিবর্তে আমরা কাকে নেব তা এখনও ঠিক করিনি। বিপিএল শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব আমরা কাকে বেছে নেব।’
×