ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ম্যাজিক চিরুনি

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ নভেম্বর ২০১৬

ম্যাজিক চিরুনি

এসে গেছে ম্যাজিক চিরুনি। বিশ্বাস হচ্ছে না? ভারতের দিল্লিতে দেদার বিক্রি হচ্ছে এই চিরুনি। খবরে বলা হয়েছে, এই চিরুনি ব্যবহার করলে, আপনার মাথায় খুুশকির সমস্যা কমে যাবে। থাকবে না উকুন। নিমকাঠ থেকে তৈরি এই চিরুনি ব্যাকটিরিয়া, ফাঙ্গাস থেকে শুরু করে স্কাল্পের সমস্যা, চুলকানি এসব সাড়াবে। পাশাপাশি উল্লেখযোগ্যহারে চুলপড়া কমে যাবে। -এনডিটিভি।
×