ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের উত্তাপ ফুটবলবিশ্বে;###;বিশ্বকাপ বাছাই

মেসিকে আটকাতে অঙ্ক কষছে ব্রাজিল

প্রকাশিত: ০৬:৩৩, ৯ নভেম্বর ২০১৬

মেসিকে আটকাতে অঙ্ক কষছে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলবিশ্ব সবচেয়ে আকাক্সিক্ষত দ্বৈরথের সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মুখোমুখি হওয়ার অপেক্ষায় সবচেয়ে জনপ্রিয় দুইদল ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মাঠ বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে। ম্যাচটিকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। প্রতিদ্বন্দ্বী দল দু’টিও নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। ১০ম রাউন্ড শেষে ব্রাজিল শীর্ষে থাকলেও ম্যাচটি জয় ছাড়া ভাবছে না কোচ টিটের দল। ঘরের মাঠে জিতে মূলপর্বের দিকে আরেকপা এগুতে চায় পেলের দেশ। এ কারণে সেলেসাওরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মূল ভরসা লিওনেল মেসিকে আটকানোর পরিকল্পনা করছে। এমনই জানিয়েছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার রেনাটো অগাস্টো। ব্রাজিল দলের নিয়মিত অনুশীলন শেষে অগাস্টো বলেন, শুধু মেসি নয়Ñ প্রতিপক্ষ দলের কোন খেলোয়াড়কেই একটুও জায়গা দেয়া চলবে না। এরপরও লিও যদি বল রিসিভ করে তাহলে তার সম্ভাব্য পাসিংস্থল ব্লক করে দিতে হবে। সে যেন তার সতীর্থদের উদ্দেশে পাস বাড়াতে না পারে। আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। এজন্য কখনও কখনও গ্যাব্রিয়েল জেসুসকে হয়তো বেশি দৌড়াতে হতে পারে। আসলে যারা ‘ফ্রি রোল’ নিয়ে খেলে থাকেন রক্ষণের জন্য তাদের একটু বেশি পরিশ্রম করতে হয়। বাছাইপর্বে বর্তমান যে অবস্থা তাতে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান দুইপ্রান্তে বলা যায়। টিটের হাত ধরে রুগ্ন দশা পেরিয়ে ব্রাজিল এখন এক নম্বরে। আর ধুঁকতে থাকা আর্জেন্টিনা ছয়ে। এই অবস্থায় আরেকটি হার মেসির দলকে বিরাট বিপদে ফেলতে পারে। এমন শঙ্কা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আতিথ্য নিতে উড়াল দিয়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বের ম্যাচে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছেন নেইমার-মেসিরা। এই ম্যাচে বার্সিলোনার প্রাণভোমরা মেসিকে কিভাবে থামানো যায় তা নিয়ে চিন্তার শেষ নেই স্বাগতিক দলের। আর এ নিয়ে ইতোমধ্যে পরিকল্পনাও কষে ফেলেছে বিখ্যাত হলুদ জার্সিধারীরা। সাম্প্রতিক পরিসংখ্যানেও বেশ অস্বস্তিতে আর্জেন্টিনা। দু’দলের মুখোমুখি লড়াইয়েও গত চার বছরে ব্রাজিলকে হারাতে পারেনি দিয়াগো ম্যারাডোনার দেশ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ জয় ২০১২ সালের ১০ জুন। নিজেদের মাঠে আন্তর্জাতিক ওই প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই বছরেরই ২০ সেপ্টেম্বর নিজ দেশে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বদলা নেয়া ব্রাজিল। এরপর ২০১২ সালের ২২ নবেম্বর দু’দলের লড়াই ড্র হয় ১-১ গোলে। ২০১৪ সালের ১১ অক্টোবর প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারায় নেইমারের দল। এরপর ২০১৫ সালের ১৪ নবেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা সাথে ১-১ গোলে ড্র করে আসে ব্রাজিল। এবার ফিরতি লেগে নিজেদের মাঠে খেলতে যাচ্ছেন নেইমার, ফিরমিনোরা। ব্রাজিলের বিরুদ্ধে তাই কঠিন চ্যালেঞ্জ সামনে রেখেই মাঠে নামতে যাচ্ছেন মেসি, ডি মারিয়ারা। বাউজার দল আরও বিপাকে পড়েছে নিয়ম ভেঙ্গে এক ফুটবলারকে খেলানোয় বলিভিয়াকে দেয়া ফিফার শাস্তির কারণে। এ কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ওলট-পালট হয়েছে। পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। আর পাঁচে উঠে এসেছে কোপা চ্যাম্পিয়ন চিলি। পেরু ও চিলির বিরুদ্ধে দুটি ম্যাচে সেন্টার ব্যাক নেলসন কাবরেরাকে খেলিয়েছিল বলিভিয়া। ৩৩ বছর বয়সী কাবরেরার জন্ম প্যারাগুয়েতে। জন্মভূমির হয়ে ২০০৭ সালে একটি প্রীতি ম্যাচও খেলেন তিনি। ২০১৩ সালের গোড়ার দিকে বলিভিয়ায় যান কাবরেরা। বলিভিয়ার আইন অনুযায়ী এই বছরের গোড়ার দিকে দেশটির নাগরিক হন তিনি। গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরে দুটি ম্যাচ খেলেন কাবরেরা। বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ে বলিভিয়ার হয়ে ম্যাচের শেষ ১০ মিনিট খেলেন তিনি। চিলির মাঠে গোলশূন্য ড্র করা ম্যাচে খেলেন শেষ ১৫ মিনিট। ম্যাচ দুটির পর থেকেই সমস্যার বিষয়ে কানাঘুষা শুরু হয়। কাবরেরা বলিভিয়ার জাতীয় দলে খেলার জন্য সে দেশের শর্তগুলো পূরণ করে থাকতে পারেন। কিন্তু মনে হচ্ছিল ফিফার নিয়মে তার বলিভিয়ার হয়ে খেলার শর্ত পূরণ হয়নি। যেখানে আরেকটি জাতীয় দলের হয়ে খেলতে দেশটিতে ধারাবাহিকভাবে ৫ বছর থাকতে হবে বলে শর্ত আছে। শেষ পর্যন্ত কাবরেরাকে অযোগ্য করে ফিফা ওই দুই ম্যাচে পাওয়া বলিভিয়ার পয়েন্ট কেটে নেয়। পাশাপাশি বলিভিয়ার ওই দুই ম্যাচের প্রতিপক্ষদের ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। বাড়তি ২ পয়েন্ট যোগ হওয়ায় এখন আর্জেন্টিনার সমান ১৬ পয়েন্ট চিলির। আর বলিভিয়ার জালে বল না পাঠিয়েও উপহার পাওয়া তিনটি গোলের সুবাদে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিওনেল মেসিদের ওপরে আছে তারা।
×