ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়ির কাছে অস্ত্র ভা-ার সার্বিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে স্থানান্তর

প্রকাশিত: ০৬:২৩, ৩১ অক্টোবর ২০১৬

বাড়ির কাছে অস্ত্র ভা-ার সার্বিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে স্থানান্তর

গোপন একটি অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়ার পর সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকসান্দার ভুসিচ ও তার পরিবারকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেয়ার কথা জানিয়েছে পুলিশ। খবর গার্ডিয়ান ও ইয়াহু নিউজের। শনিবার বুসিচের পিতামাতার বাড়ির কাছে ওই অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়, যে বাড়িটিতে প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিনই যান। পুলিশ জানিয়েছে, খোঁজ পাওয়া অস্ত্র ভাণ্ডারটি থেকে রকেট চালিত গ্রেনেড, হাতবোমা, রাইফেল ও গুলি পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজসা স্তেফানোভিচ জানিয়েছেন, ভুসিচের পৈত্রিক বাড়ির কাছে জাজিনচি আবাসিক এলাকার রাস্তার পাশের একটি জঙ্গল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পৈত্রিক বাড়িতে যাওয়ার সময় ভুসিচের গাড়িবহর রাস্তার ওই মোড়ে সাধারণত গতি কমিয়ে থাকে বলে জানিয়েছেন তিনি। ভুসিচের মা এ্যাঞ্জেলিনা ও বাবা এ্যান্ডজেলকো জাজিনচির বাড়িটিতে বসবাস করেন। ভুসিচ তার নিজের পরিবারসহ বেলগ্রেডের কেন্দ্রস্থলে বসবাস করেন। কিন্তু অস্ত্র খুঁজে পাওয়ার পর পরিবারসহ ভুসিচকে তার বাড়ি থেকে অপর একটি স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্তেফানোভিচ। পুলিশ জানিয়েছে, একটি সতর্ক বার্তার সূত্র ধরে অস্ত্রগুলো খুঁজে পায় তারা।
×