ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম টেস্টই অনুপ্রেরণা: মুশফিক

প্রকাশিত: ২২:১১, ২৭ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম টেস্টই অনুপ্রেরণা: মুশফিক

অনলাইন ডেস্ক ॥ দীর্ঘ ১৪ মাসের বিরতি দিয়ে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। তবে দীর্ঘদিনের বিরতির তেমন কোনো ছাপ দেখা যায়নি টাইগারদের খেলায়। টেস্টের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে সমান তালে পাল্লা দিয়ে লড়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস আর জনি বেয়ারস্টো বাধার প্রাচীর হয়ে না দাঁড়ালে টেস্টেও ইংলিশ বধের মহাকাব্য রচিত হতো। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘোচাতে চান বাংলাদেশ দলনেতা মুশফিকুর রহিম। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশি জানালেন, চট্টগ্রাম টেস্টে হারলেও সেই ম্যাচটাই সিরিজে সমতা আনার ক্ষেত্রে দলের সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে। মুশফিক আরো জানান, এই টেস্টেও ইংল্যান্ডের সাথে সমান তালে লড়াই করতে চায় তার দল। আজ দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশি বলেন, ‘চট্টগ্রাম টেস্টে লড়াই করে হেরেছি আমরা। এই টেস্টে সেটাই হবে আমাদের অনুপ্রেরণা। এই ম্যাচ জিতেই সিরিজে সমতায় ফিরতে চাই আমরা।’ আগের ম্যাচে কি হয়েছে সেটা অতীত। এখন পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। সিরিজে এখনো পিছিয়ে আমরা। এই ম্যাচে জেতার বিষয়ে দলের সবাই ইতিবাচক-বলেন মুশফিক। তবে মুখে যতোই বলা হোক টেস্টে ইংল্যান্ডকে হারানোটা কি ততোটাই সহজ? মোটেও না-সহজ স্বীকারোক্তি মুশফিকের। ‘টেস্টে অনেক শক্তিশালী ইংল্যান্ড। এদের পেস আক্রমণ দুর্দান্ত। ব্যাটসম্যানরাও লংগার ভার্সনে অভ্যস্ত।’ তাই তাদের হারানোটা সহজ হবে না বলেও জানান দলপতি। তবে কন্ডিশনের সঠিক ব্যবহার আর ব্যাটিং-বোলিং আর ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্যমতো খেলতে পারলে ইংল্যান্ডকে হারানো সম্ভব বলে মনে করছেন মুশফিক। আগামীকাল শুক্রবার রাজধানী মিরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
×